ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে লেবাননের সেনাদের গুলিবর্ষণ
ইসরায়েলের চারটি যুদ্ধবিমান লক্ষ্য করে গতকাল মঙ্গলবার গুলি ছুড়েছে লেবাননের সেনারা। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানগুলো লেবাননের আকাশসীমা লঙ্ঘন করলে সেগুলোকে লক্ষ্য করে বিমানবিধ্বংসী কামান থেকে ওই গুলি ছোড়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে এক সেনা মুখপাত্র জানান, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে হাসবায়া এলাকার আকাশে গতকাল সকাল থেকে ইসরায়েলের ‘প্যানথম-টাইপ’ বিমানগুলো চক্কর দিচ্ছিল। দুপুরেও ওই চারটি বিমান মহড়া দেওয়া অব্যাহত রাখলে সেগুলোকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
লেবাননের সেনারা প্রায় প্রতিদিনই অভিযোগ করে আসছিল, ইসরায়েলের যুদ্ধবিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করে মহড়া দেয়। কিন্তু এই প্রথম সেনাবাহিনী সেগুলোর দিকে গুলি ছুড়েছে।
ইসরায়েলি কর্তৃপক্ষ বলে আসছিল, লেবাননের হিজবুল্লাহ গ্রুপের অস্ত্র পাচার রোধ করতে এ ধরনের মহড়া দেওয়া প্রয়োজন। তবে গতকালের ঘটনার ব্যাপারে তাদের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে এক সেনা মুখপাত্র জানান, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে হাসবায়া এলাকার আকাশে গতকাল সকাল থেকে ইসরায়েলের ‘প্যানথম-টাইপ’ বিমানগুলো চক্কর দিচ্ছিল। দুপুরেও ওই চারটি বিমান মহড়া দেওয়া অব্যাহত রাখলে সেগুলোকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
লেবাননের সেনারা প্রায় প্রতিদিনই অভিযোগ করে আসছিল, ইসরায়েলের যুদ্ধবিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করে মহড়া দেয়। কিন্তু এই প্রথম সেনাবাহিনী সেগুলোর দিকে গুলি ছুড়েছে।
ইসরায়েলি কর্তৃপক্ষ বলে আসছিল, লেবাননের হিজবুল্লাহ গ্রুপের অস্ত্র পাচার রোধ করতে এ ধরনের মহড়া দেওয়া প্রয়োজন। তবে গতকালের ঘটনার ব্যাপারে তাদের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
No comments