স্ট্যানচার্ট ক্রিকেট
জাওয়াদের হাফ সেঞ্চুরিতে (৬৮) স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে কাল উইলস ফ্লাওয়ার স্কুল (২৭৭) ২ রানে হারিয়েছে নওয়াবপুর হাইস্কুলকে (২৭৫)। সাদমান নিয়েছেন ৪ উইকেট। হুসাইনের দারুণ বোলিংয়ে যশোর উপশহরে পুলিশ লাইন হাইস্কুল (১২৩/৯) ১ উইকেটে হারিয়েছে বাদশাহ ফয়সাল স্কুলকে (১২২)। হুসাইন ৪৩ রানে নিয়েছেন ৭ উইকেট। শিহাবুজ্জামান করেছেন সর্বোচ্চ অপরাজিত ৫৪ রান। অন্য ম্যাচে মানিকগঞ্জে মডেল হাইস্কুল (১৭২) ৪৬ রানে জিতেছে বানদুতিয়া হাইস্কুলের বিপক্ষে (১২৬)।
No comments