ভারতকেই দুষছে পাকিস্তান
এখনো ঠিক হয়নি আগামী বছর এশিয়া কাপ ক্রিকেট কোথায় হবে। আর এই দেরির জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওপরই দোষ চাপাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির চেয়ারম্যান ইজাজ বাট এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও চেয়ারম্যান। পিসিবির এক সূত্র বলছে, ‘যখন থেকে বাট এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দায়িত্বে এসেছেন, তখন থেকেই ভারতীয় বোর্ড অসহযোগিতা করছে। এমনকি কয়েকটা বৈঠকে বিসিসিআইয়ের কোনো প্রতিনিধিও উপস্থিত ছিল না।’ ভারতীয় বোর্ড সচিব এন শ্রীনিবাসনকে প্রধান করে করা কমিটিরই আগামী বছরের এশিয়া কাপের ভেন্যু ঠিক করার কথা।
No comments