ওবামাকে ঘিরে মোহ ভেঙে গেছে: শাভেজ
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ বলেছেন, ‘মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ঘিরে সৃষ্ট মোহ ভেঙে গেছে। তিনি আরও বলেন, ধনী দেশগুলো বিশ্বের প্রতিবেশ-পরিবেশকে ধ্বংসের কিনারে নিয়ে গেছে।’ নববর্ষের বার্তায় এসব কথা বলেন শাভেজ। ভেনেজুয়েলার সরকারি গণমাধ্যম গত সোমবার তাঁর এই বার্তা প্রচার ও প্রকাশ করে।
পুঁজিবাদের কট্টর সমালোচক শাভেজ কার্ল মার্কস ও ভার্জিন ম্যারির রচনা থেকে উদ্ধৃতি দিয়ে শাভেজ বলেন, ‘শুধু সমাজতন্ত্র ও খ্রিষ্টান ধর্মের নীতিই পুঁজিবাদের ভুল শুধরে দিতে পারে।’ তিনি আরও বলেন, ‘মানতেই হবে এ কাজ মোটেও সহজসাধ্য নয়।’
শাভেজ প্রথমদিকে ওবামা সম্পর্কে নমনীয় ভাব দেখান। আঞ্চলিক এক সম্মেলনে ওবামার সঙ্গে তিনি করমর্দন করেন এবং তাঁকে একটি বই উপহার দেন। পরে ক্রমেই ওবামার কড়া সমালোচক হয়ে উঠেন তিনি। শাভেজ তাঁর লিখিত বার্তায় বলেন, ‘আসুন আমরা নিজেদের বোকা বানানো বন্ধ করি: আমাদের ওবামা-মোহ টুটে গেছে।’
শাভেজ কোপেনহেগেন জলবায়ু চুক্তির সমালোচনা করেন। এ বিষয়ে তিনি বলেন, ‘ধনী দেশগুলো পৃথিবীকে ধ্বংসের কিনারে নিয়ে গেছে। যারা জলবায়ু পরিবর্তনের নাটের গুরু, দুর্যোগে তারা আমাদের ছেড়ে গেছে। ধনী দেশগুলোর দায় গ্রহণের জন্য তাদের ওপর চাপ সৃষ্টি করতে হবে।
পুঁজিবাদের কট্টর সমালোচক শাভেজ কার্ল মার্কস ও ভার্জিন ম্যারির রচনা থেকে উদ্ধৃতি দিয়ে শাভেজ বলেন, ‘শুধু সমাজতন্ত্র ও খ্রিষ্টান ধর্মের নীতিই পুঁজিবাদের ভুল শুধরে দিতে পারে।’ তিনি আরও বলেন, ‘মানতেই হবে এ কাজ মোটেও সহজসাধ্য নয়।’
শাভেজ প্রথমদিকে ওবামা সম্পর্কে নমনীয় ভাব দেখান। আঞ্চলিক এক সম্মেলনে ওবামার সঙ্গে তিনি করমর্দন করেন এবং তাঁকে একটি বই উপহার দেন। পরে ক্রমেই ওবামার কড়া সমালোচক হয়ে উঠেন তিনি। শাভেজ তাঁর লিখিত বার্তায় বলেন, ‘আসুন আমরা নিজেদের বোকা বানানো বন্ধ করি: আমাদের ওবামা-মোহ টুটে গেছে।’
শাভেজ কোপেনহেগেন জলবায়ু চুক্তির সমালোচনা করেন। এ বিষয়ে তিনি বলেন, ‘ধনী দেশগুলো পৃথিবীকে ধ্বংসের কিনারে নিয়ে গেছে। যারা জলবায়ু পরিবর্তনের নাটের গুরু, দুর্যোগে তারা আমাদের ছেড়ে গেছে। ধনী দেশগুলোর দায় গ্রহণের জন্য তাদের ওপর চাপ সৃষ্টি করতে হবে।
No comments