মোহামেডান আনছে রানা নাভেদকে
কথাবার্তা চূড়ান্ত, ভিসাও হয়ে গেছে এর মধ্যে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিমানের বিপক্ষে আগামী ১৬ নভেম্বরের ম্যাচেই হয়তো মোহামেডানে দেখা যাবে পাকিস্তানের বোলিং অলরাউন্ডার রানা নাভেদ-উল হাসানকে।
মোহামেডানের ক্রিকেট কমিটির প্রধান লুত্ফর রহমানই কাল নিশ্চিত করেছেন খবরটা, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ শেষেই রানা নাভিদের ঢাকায় চলে আসার কথা। আশা করি, পরের ম্যাচেই তাকে দলে পাওয়া যাবে।’ ক্লাব সূত্রে জানা গেছে, মোহামেডান প্রাথমিক আলোচনা করেছিল পাকিস্তানের আরেক অলরাউন্ডার আবদুল রাজ্জাকের সঙ্গেও। কিন্তু ঢাকারই আরেকটি ক্লাব তাঁকে সই করিয়ে রাখায় রাজ্জাকের ব্যাপারে আর এগোয়নি মোহামেডান।
মোহামেডানে বর্তমানে বিদেশি খেলোয়াড় হিসেবে আছেন শ্রীলঙ্কার ফারভিজ মাহারুফ।
মোহামেডানের ক্রিকেট কমিটির প্রধান লুত্ফর রহমানই কাল নিশ্চিত করেছেন খবরটা, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ শেষেই রানা নাভিদের ঢাকায় চলে আসার কথা। আশা করি, পরের ম্যাচেই তাকে দলে পাওয়া যাবে।’ ক্লাব সূত্রে জানা গেছে, মোহামেডান প্রাথমিক আলোচনা করেছিল পাকিস্তানের আরেক অলরাউন্ডার আবদুল রাজ্জাকের সঙ্গেও। কিন্তু ঢাকারই আরেকটি ক্লাব তাঁকে সই করিয়ে রাখায় রাজ্জাকের ব্যাপারে আর এগোয়নি মোহামেডান।
মোহামেডানে বর্তমানে বিদেশি খেলোয়াড় হিসেবে আছেন শ্রীলঙ্কার ফারভিজ মাহারুফ।
No comments