আজ শুরু এটিএফ অনূর্ধ্ব-১৪ টেনিস
রমনা টেনিস কমপ্লেক্সে আজ থেকে শুরু হচ্ছে প্রাইম ব্যাংক অনূর্ধ্ব-১৪ এটিএফ টেনিস টুর্নামেন্ট। বাংলাদেশ ছাড়াও টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভারত, ইন্দোনেশিয়া, হংকং, মালয়েশিয়া, পাকিস্তান, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্রের ৪৪ জন খেলোয়াড়। টুর্নামেন্টের বালকের শীর্ষ বাছাই ভারতের প্রাজওয়াল দেব এবং বালিকা এককে একই দেশের দালাল সায়েশা। কাল এক সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানিয়েছেন টেনিস ফেডারেশনের সভাপতি শাহরিয়ার আলম। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংকের সিনিয়র সহসভাপতি ফেরদৌসি সুলতানা।
No comments