সোনালী ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে ওয়েস্টার্ন ইউনিয়ন
বিশ্বের নেতৃস্থানীয় মানি ট্রান্সফারকারী প্রতিষ্ঠান দি ওয়েস্টার্ন ইউনিয়ন কোম্পানি বাংলাদেশে তাদের কার্যক্রম বাড়াতে সম্প্রতি সোনালী ব্যাংক লিমিটেডকে প্রিন্সিপাল এজেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে।
সোনালী ব্যাংকের এক হাজার ১৮২টি শাখার মধ্যে প্রথম ধাপে ২০০ শাখার মাধ্যমে ওয়েস্টার্ন ইউনিয়ন বিদেশ থেকে অর্থ স্থানান্তরের সেবা দেবে। এর মাধ্যমে দেশের সরকারি মালিকানাধীন সর্ববৃহত্ ব্যাংক সোনালী ব্যাংক ওয়েস্টার্ন ইউনিয়নের নেটওয়ার্কে যুক্ত হলো।
সোনালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক কাজী তাসলিমা বানু ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস এ চৌধুরীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওয়েস্টার্ন ইউনিয়নের দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট রাতিশ কুমার এ চুক্তিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেন।
এই চুক্তির ফলে প্রবাসী বাংলাদেশিরা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থান থেকে অর্থ পাঠালে তা প্রাপকেরা দেশে সোনালী ব্যাংকের ২০০ শাখা থেকে সংগ্রহ করতে পারবেন।
সোনালী ব্যাংকের এক হাজার ১৮২টি শাখার মধ্যে প্রথম ধাপে ২০০ শাখার মাধ্যমে ওয়েস্টার্ন ইউনিয়ন বিদেশ থেকে অর্থ স্থানান্তরের সেবা দেবে। এর মাধ্যমে দেশের সরকারি মালিকানাধীন সর্ববৃহত্ ব্যাংক সোনালী ব্যাংক ওয়েস্টার্ন ইউনিয়নের নেটওয়ার্কে যুক্ত হলো।
সোনালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক কাজী তাসলিমা বানু ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস এ চৌধুরীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওয়েস্টার্ন ইউনিয়নের দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট রাতিশ কুমার এ চুক্তিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেন।
এই চুক্তির ফলে প্রবাসী বাংলাদেশিরা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থান থেকে অর্থ পাঠালে তা প্রাপকেরা দেশে সোনালী ব্যাংকের ২০০ শাখা থেকে সংগ্রহ করতে পারবেন।
No comments