১ রানে জিতল অনূর্ধ্ব-১৯
শেষ ওভারে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের জয়ের জন্য প্রয়োজন ছিল ৯ রান। শেষ বলে তা দাঁড়ায় ৩ রানে। কিন্তু বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পেসার আবুল হোসেন ড্যানি ব্রিগসকে ১ রানের বেশি নিতে দেননি। প্রথম এক দিনের ম্যাচে ইংল্যান্ড যুবদলকে শেষ পর্যন্ত নাটকীয়ভাবে ১ রানে হারিয়ে দিয়েছে মাহমুদুল হাসানের দল।
টসে জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫০ ওভারে ৯ উইকেটে তুলেছিল ২১২ রান। জবাবে ৯ উইকেটে ২১১ রান তুলতে পারে সফরকারীরা।
শুরুটা মোটেও ভালো হয়নি স্বাগতিকদের। ২৯ রানে ওপেনার অমিত মজুমদারকে হারিয়ে শুরু। এর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা যুবদলের স্কোর একপর্যায়ে দাঁড়ায় ৭ উইকেটে ১২৯ রান। ওখান থেকেই দলকে ভদ্রস্থ রানে নিয়ে যান দুই টেল এন্ডার নূর হোসেন ও আবুল হোসেন। শেষ ৩ উইকেটে বাংলাদেশের যুবদল তোলে ৮৩ রান। যার মধ্যে নবম উইকেটে নূর হোসেন ও আবুল হোসেনের অবদান ৫৬। আর শেষ ৫ ওভারে উঠেছে ৫২ রান। ইনিংসের শেষ বলে রানআউট হওয়ার আগে নূর হোসেন করেন ২৭ বলে ৩৪ রান (২টি চার ও ১টি ছক্কা)। ১৭ বলে ১ চার ও ২ ছক্কায় ৩২ রানে অপরাজিত ছিলেন নূর হোসেন।
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের শুরুটাও হয়েছিল স্বাগতিকদের মতোই। জো রুট করেন সর্বোচ্চ ৫৪ রান। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে জেতানোর মূল কৃতিত্ব অবশ্য শাকের আহমেদের। ৪৩ রানে ৪ উইকেট নিয়ে এই স্পিনারই হয়েছেন ম্যাচ-সেরা। ৭ ম্যাচের ওয়ানডে সিরিজের পরের ম্যাচটি ফতুল্লায় আগামী ২৬ অক্টোবর।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল: ২১২/৯ (নূর হোসেন ৩৪, আবুল হাসান ৩২*, মমিনুল ৩১, মাহমুদুল ৩১; নাথান বাক ৩/৩৮, আজিম রফিক ৩/১৮, ম্যাথু ডান ১/৩২)।
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ২১১/৯ (জো রুট ৫৪, বেন স্টকস ৪৫; শাকের ১০-০-৪৩-৪, মাহমুদুল ৭-০-৩৭-১, আবুল হাসান ৬-১-২৫-১, সাব্বির ১০-০-৩৯-১, নূর হোসেন ১০-০-৩২-১)।
টসে জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫০ ওভারে ৯ উইকেটে তুলেছিল ২১২ রান। জবাবে ৯ উইকেটে ২১১ রান তুলতে পারে সফরকারীরা।
শুরুটা মোটেও ভালো হয়নি স্বাগতিকদের। ২৯ রানে ওপেনার অমিত মজুমদারকে হারিয়ে শুরু। এর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা যুবদলের স্কোর একপর্যায়ে দাঁড়ায় ৭ উইকেটে ১২৯ রান। ওখান থেকেই দলকে ভদ্রস্থ রানে নিয়ে যান দুই টেল এন্ডার নূর হোসেন ও আবুল হোসেন। শেষ ৩ উইকেটে বাংলাদেশের যুবদল তোলে ৮৩ রান। যার মধ্যে নবম উইকেটে নূর হোসেন ও আবুল হোসেনের অবদান ৫৬। আর শেষ ৫ ওভারে উঠেছে ৫২ রান। ইনিংসের শেষ বলে রানআউট হওয়ার আগে নূর হোসেন করেন ২৭ বলে ৩৪ রান (২টি চার ও ১টি ছক্কা)। ১৭ বলে ১ চার ও ২ ছক্কায় ৩২ রানে অপরাজিত ছিলেন নূর হোসেন।
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের শুরুটাও হয়েছিল স্বাগতিকদের মতোই। জো রুট করেন সর্বোচ্চ ৫৪ রান। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে জেতানোর মূল কৃতিত্ব অবশ্য শাকের আহমেদের। ৪৩ রানে ৪ উইকেট নিয়ে এই স্পিনারই হয়েছেন ম্যাচ-সেরা। ৭ ম্যাচের ওয়ানডে সিরিজের পরের ম্যাচটি ফতুল্লায় আগামী ২৬ অক্টোবর।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল: ২১২/৯ (নূর হোসেন ৩৪, আবুল হাসান ৩২*, মমিনুল ৩১, মাহমুদুল ৩১; নাথান বাক ৩/৩৮, আজিম রফিক ৩/১৮, ম্যাথু ডান ১/৩২)।
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ২১১/৯ (জো রুট ৫৪, বেন স্টকস ৪৫; শাকের ১০-০-৪৩-৪, মাহমুদুল ৭-০-৩৭-১, আবুল হাসান ৬-১-২৫-১, সাব্বির ১০-০-৩৯-১, নূর হোসেন ১০-০-৩২-১)।
No comments