হামলাকারীর বন্দুক কেড়ে নিয়ে বাঁচালেন বহু মানুষের প্রাণ

অস্ট্রেলিয়ার জনপ্রিয় বন্ডি বিচে বন্দুক হামলার ঘটনায় এ পর্যন্ত ১২ জনের নিহতের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় রোববার আনুমানিক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দুই বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে এতে আরও ২৯ জন আহত হন। ভয়াবহ এই হামলার সময় এক পথচারী হামলাকারীর কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে বাঁচিয়ে দিয়েছেন বহু মানুষের জীবন। তার এই বীরত্বপূর্ণ কাজের ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এর মাধ্যমে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

এতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ১৫ সেকেন্ডের  ভিডিওতে দেখা যায়, গোলাগুলি শুরুর পর নিরস্ত্র এক পথচারী একটি পার্ক করা গাড়ির আড়ালে লুকিয়ে ছিলেন। এরপর তিনি পেছন দিক থেকে বন্দুকধারীর দিকে দৌড়ে যান। তার গলা চেপে ধরে বন্দুকটি ছিনিয়ে নেন। বন্দুকধারী মাটিতে পড়ে গেলে ওই সাহসী ব্যক্তি তার দিকেই বন্দুক তাক করে রাখেন।

তার এই সাহসিকতায় অনেকগুলো প্রাণ বেঁচে গেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। তবে এই পথচারীর নাম-পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বন্ডি বিচে হতাহতের ঘটনা মর্মান্তিক ও গভীরভাবে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এক বিবৃতিতে তিনি বলেন, আমরা এনএসডব্লিউ (নিউ সাউথ ওয়েলস) পুলিশের সঙ্গে কাজ করছি এবং আরও তথ্য নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে আপডেট দেব। (নাগরিকদের) জীবন রক্ষার জন্য পুলিশ ও জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে কাজ করে যাচ্ছেন।

mzamin

No comments

Powered by Blogger.