ভারতের ৩১ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ২৯ জনেরই সম্পদ কোটি রুপির উপরে। সবচেয়ে দরিদ্রতম মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সম্পদের পরিমাণ মাত্র ১৫ লাখ রুপি। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সম্পদের পরিমাণ কোটি রুপির নিচে। এসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের পক্ষ থেকে সোমবার দেশটির মুখ্যমন্ত্রীদের সম্পদের তালিকা প্রকাশ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তার মোট সম্পদের পরিমাণ ৯৩১ কোটি রুপি। ঋণের পরিমাণ ১০ কোটি রুপি। রিপোর্ট অনুযায়ী, ধনীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু। তার মোট সম্পত্তির পরিমাণ ৩৩২ কোটি রুপি। ঋণের পরিমাণ ১৮০ কোটি। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সম্পত্তির পরিমাণ ৫১ কোটি রুপি। তার ঋণের পরিমাণ ২৩ কোটি রুপি। এদিকে দেশের শীর্ষ ১০ ধনীতম মুখ্যমন্ত্রীদের মধ্যে অন্যরা হলেন, নাগাল্যান্ডের নেয়িফু রিও (৪৬ কোটি), মধ্যপ্রদেশের মোহন যাদব (৪২ কোটি), পুদুচেরির এন রঙ্গস্বামী (৩৮ কোটি), তেলঙ্গানার রেভন্থ রেড্ডি (৩০ কোটি), ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন (২৫ কোটি), আসামের হিমন্ত বিশ্ব শর্মা (১৭ কোটি), মেঘালয়ের কনরাড সাংমা (১৪ কোটি), ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার মোট সম্পত্তির পরিমাণ ১৩ কোটি রুপি।
এদিকে, গেরুয়া বসনধারী উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও কোটিপতি। তার সম্পদের পরিমাণ ১ কোটি ৫৪ লাখ রুপি।
ডেমোক্র্যাটিক রিফর্মসের রিপোর্ট অনুযায়ী, দেশের সব রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তি পরিমাণ ৫২ কোটি ৫৯ লাখ রুপি। দেশটির ৩১ জন মুখ্যমন্ত্রীর সম্মিলিত সম্পত্তির পরিমাণ ১ হাজার ৬৩০ কোটি রুপি।
রিপোর্ট অনুযায়ী, দেশটির মুখ্যমন্ত্রীদের মাথাপিছু আয়ের গড় ১৩ লাখ ৬৪ হাজার ৩১০ রুপি। দেশটির গড় মাথাপিছু আয়ের তুলনায় যা ৭.৩ গুণ বেশি।
মমতা ছাড়া কোটির গণ্ডি ছাড়াননি একমাত্র ওমর আবদুল্লাহ। এদিকে নিচ থেকে তৃতীয় স্থানে রয়েছেন কেরালার বাম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তার মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ১৮ লাখ রুপি। অন্য মুখ্যমন্ত্রীদের সম্পদের পরিমাণ এক থেকে দুই কোটি রুপির মধ্যে।
No comments