পরিবার হারিয়ে অনিশ্চিত সময় পার করছে গাজার শিশুরা

পরিবারের সবাইকে হারিয়ে অনিশ্চিত সময় পার করছে গাজা উপত্যকার শিশুরা। ইসরাইলের বোমার আঘাতে মা, বোন, ভাইসহ পরিবারের সকলকে হারানো এমন এক শিশুর নাম জামাল। উপত্যকাটির আল মাওয়াসি শরণার্থী ক্যাম্পের তাঁবুতে দাদির সাহচর্যই তার একমাত্র সম্বল। মাসরি পরিবারের অন্যান্য শিশুদের সঙ্গে অনিশ্চয়তা এবং ভয়াবহ ঝুঁকির মধ্যে বেঁচে আছে শিশুটি। তার দাদি কাওথার আল মাসরি বলেছেন, ওই পরিবারের প্রতিটি শিশুর জীবনই এখন বেশ ঝুঁকির মধ্যে রয়েছে। এ খবর দিয়ে বিবিসি বলছে, দেড় মাস আগে গাজার উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়ায় জামালের বাড়িতে বোমা হামলা চালায় ইসরাইল। এতে তার বাবা-মা এবং দুই চাচাতো ভাই নিহত হন। জামালের চাচাতো ভাইদের বয়স যথাক্রমে দুই এবং নয়। ওই হামলায় আরও নিহত হন জামালের চাচি এবং তার দুই মেয়ে। এর এক বছর আগে ইসরাইলি বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে কারাবন্দি হয়েছেন জামালের চাচা। হামলার পর যখন মাসরি পরিবারের শিশুগুলোকে উদ্ধার করা হচ্ছিল তখন তারা আহত এবং নিঃসঙ্গ অবস্থায় পড়েছিল। বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ১৪ হাজারের বেশি শিশু হত্যা করেছে ইসরাইল। এছাড়া তেল আবিবের হামলায় আহত হয়েছে হাজার হাজার শিশু। এখন পর্যন্ত পরিবারের সকলকে হারিয়ে নিঃসঙ্গ হয়েছে প্রায় ১৭ হাজার শিশু। এসব শিশুর রক্ষণাবেক্ষণের একমাত্র বাহন ছিল তাদের পরিবার। একা হয়ে পড়া শিশুদের কিছু নিজেদের নাম বলতে পারলেও অনেকেই জানেনা তাদের ঠিকানা। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে তারা মাত্র ৬৩ শিশুকে তাদের পরিবারের কাছে তুলে দিতে পেরেছে। এখনও অনেক শিশু পরিবার ছাড়াই মানবেতর জীবন যাপন করছে। এমন পরিস্থিতি বিবেচনা করে বিশ্ব মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ জানালেও হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। আর এতে প্রতিনিয়ত বাড়ছে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া শিশুর সংখ্যা।
mzamin

No comments

Powered by Blogger.