জাবালিয়ায় হামাসের হাতে নিহত ইসরাইলের চার সেনা

গাজার উত্তরাঞ্চলে হামাসের সঙ্গে সংঘাতে মঙ্গলবার ইসরাইলের চার সেনা নিহত হয়েছেন। এছাড়া সেখানে এক কমান্ডার গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। এছাড়া হামলা চালিয়ে উত্তর গাজার কয়েক ডজন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনারা। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইসরাইল।

এতে বলা হয়, গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া নামক শহরে মঙ্গলবার তীব্র হামলা চালিয়েছে ইসরাইল। এতে সেখানে কয়েক ডজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে জাবালিয়া জনপদে হামাস যোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে নিহত হয়েছেন চার ইসরাইলি সেনা সদস্য। এছাড়া গুরুতর আহত হয়েছেন তাদের এক কমান্ডার। নিহত ইসরাইলি সেনারা হচ্ছেন- ক্যাপ্টেন ইয়েহোনাতান জয়েন ক্যারেন (২২), স্টাফ সার্জেন্ট নিসিম মেয়েতাল (২০), স্টাফ সার্জেন্ট আভিভ গিলবোয়া (২১) এবং স্টাফ সার্জেন্ট নাওর হাইমোভ (২২)। এরা সকলেই মাল্টিডোমেইন ইউনিটের সদস্য ছিলেন বলে জানিয়েছে আইডিএফ।

mzamin

No comments

Powered by Blogger.