ইসরাইলে হিজবুল্লাহর ড্রোন হামলায় নিহত ৪, আহত ৬১

ইসরাইলের উত্তর সীমান্তে একটি সেনা ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের যোদ্ধাগোষ্ঠী হিজবুল্লাহ। এতে ইসরাইল ডিফেন্স ফোর্সের চার সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬০ এর অধিক সেনা। আইডিএফ-কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, হাইফার দক্ষিণে ৩৩ কিলোমিটার দূরে একটি শহরে বিনইয়ামিনার কাছে একটি সামরিক ঘাঁটিতে আইডিএফ-এর সাত সেনা গুরুতর আহত হয়েছেন।

হিজবুল্লাহ এই হামলার দায় স্বীকার করেছে। তেল আবিব এবং হাইফার মধ্যবর্তী একটি এলাকায় অবস্থিত আইডিএফ-এর গোলানি ব্রিগেডের একটি প্রশিক্ষণ শিবিরকে লক্ষ্য করে হামলা করেছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে।

ইসরাইলি অ্যাম্বুলেন্স সার্ভিস ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, হামলায় ৬১ জন আহত হয়েছেন- যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তারা আরও জানিয়েছে, আহতদের মধ্যে ৩৭ জনকে আটটি আঞ্চলিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

mzamin

No comments

Powered by Blogger.