প্রকাশিত হচ্ছে পুতিনের রাজনৈতিক প্রতিপক্ষ নাভালনির মরণোত্তর স্মৃতিকথা
এতে বলা হয়, দ্য নিউ ইয়র্কার শুক্রবার এই বই থেকে উদ্ধৃতাংশ প্রকাশ করেছে, যাতে নাভালনির জেলখানার ডায়েরি এবং তার আগের লেখা রয়েছে। সেখানে নাভালনি ২০২২ সালের ২২ মার্চ লিখেছেন, আমি আমার বাকি জীবন কারাগারে কাটিয়ে দেব এবং এখানেই মারা যাব।
তিনি আরও লেখেন, কারাগারে আমাকে বিদায় বলার মতো কেউ থাকবে না... আমাকে ছাড়াই প্রতিটি বার্ষিকী উদযাপন করা হবে, আমি আমার নাতি-নাতনিদের দেখতে পাব না।
নাভালনি তার ডায়েরি লিখার সময় একটি আর্কটিক পিনাল কলোনিতে ‘চরমপন্থার’ অভিযোগে ১৯ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন। এ বছরের ১৬ ফেব্রুয়ারি ৪৭ বছর বয়সে কারাগারে তার মৃত্যুতে নিন্দার ঝড় ওঠে। তার মৃত্যুর জন্য অনেকেই পুতিনকে দোষারোপ করেছে। নাভালনিকে ২০২০ সালে বিষ ক্রিয়ায় আক্রান্ত হওয়ার পর বিদেশ থেকে জরুরি চিকিৎসা শেষে রাশিয়ায় ফিরে আসার পর ২০২১ সালের জানুয়ারিতে গ্রেপ্তার করা হয়েছিল।
২০২২ সালের ১৭ জানুয়ারিতে ডায়েরিতে নাভালনি লিখেছেন, একমাত্র ভয় হচ্ছে আমরা আমাদের জন্মভূমি এক দল মিথ্যাবাদী, চোর এবং ভন্ডদের দ্বারা লুণ্ঠিত হওয়ার জন্য রেখে যাব।
লন্ডন টাইমস-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই ডায়েরিটি কারাগারে নাভালনির ওপর নির্যাতন এবং অনশনের ফলে তার শরীরের অমানবিক দশার কথা প্রকাশ করে।
নাভালনি আরও লিখেছেন, আজ আমি বিধ্বস্ত বোধ করছি। আমরা গোসলখানায় গেলাম। গরম ঝর্ণার নিচে দাঁড়িয়ে থাকা আমার জন্য কষ্টের ছিল। ফলে আমার পা আমাকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসে।
তিনি আরও লেখেন, এখন সন্ধ্যা হয়েছে এবং আমার দুর্বল লাগছে। মনে হয় শুধু শুয়ে থাকি, এবং প্রথমবারের মতো আমি আবেগতাড়িত হয়ে নিজেকে খুব নিচু মানের ভাবছি।
No comments