পাকিস্তানের মসজিদে বোমা হামলায় তালেবান নেতার ভাই নিহত
পাকিস্তানের
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি মসজিদে শক্তিশালী বোমার বিস্ফোরণে তালেবান নেতা
হায়বাতুল্লাহ আখুনজাদার ভাই নিহত হয়েছেন। তালেবান সূত্র বিষয়টি নিশ্চিত
করেছে।
তালেবানের একটি উর্ধ্বতন সূত্র জানায়, কোয়েটার বাইরে কুচলাক শহরের খাইরুল মাদারাইস মসজিদের ইমাম ছিলেন হাফিজ আহমাদুল্লাহ। শুক্রবার জুমার নামাজের সময় এই হামলা হয়।
বোমা বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয় বলে পুলিশ জানিয়েছে।
সূত্রটি আল জাজিরাকে জানায়, বিস্ফোরণে আখুনজাদার ভাই হাফিজ আহমাদুল্লাহ নিহত হন।
কোয়েটা শুরা নামে তালেবান নেতাদের একটি অংশ কোয়েটায় শরনার্থী হিসেবে বাস করছেন। ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধিন হামলায় কাবুলের ক্ষমতা থেকে উৎখাতের পর তারা পাকিস্তান চলে যান।
আরেকটি তালেবান সূত্র জানায় যে, তালেবান নেতারা ওই মসজিদকে সাক্ষাত ও বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার জন্য ব্যবহার করতেন।
২০১৬ সালে হায়বাতুল্লাহ তালেবান গ্রুপের নেতা নিযুক্ত হওয়ার পর তিনি মসজিদের ভার আহমাদুল্লার হাতে ছেড়ে দেন।
এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি।
কাতারের রাজধানী দোহায় তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অষ্টম দফা আলোচনা শেষ হওয়ার কয়েক দিন পর এই হামলার ঘটনা ঘটে।
তালেবানের একটি উর্ধ্বতন সূত্র জানায়, কোয়েটার বাইরে কুচলাক শহরের খাইরুল মাদারাইস মসজিদের ইমাম ছিলেন হাফিজ আহমাদুল্লাহ। শুক্রবার জুমার নামাজের সময় এই হামলা হয়।
বোমা বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয় বলে পুলিশ জানিয়েছে।
সূত্রটি আল জাজিরাকে জানায়, বিস্ফোরণে আখুনজাদার ভাই হাফিজ আহমাদুল্লাহ নিহত হন।
কোয়েটা শুরা নামে তালেবান নেতাদের একটি অংশ কোয়েটায় শরনার্থী হিসেবে বাস করছেন। ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধিন হামলায় কাবুলের ক্ষমতা থেকে উৎখাতের পর তারা পাকিস্তান চলে যান।
আরেকটি তালেবান সূত্র জানায় যে, তালেবান নেতারা ওই মসজিদকে সাক্ষাত ও বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার জন্য ব্যবহার করতেন।
২০১৬ সালে হায়বাতুল্লাহ তালেবান গ্রুপের নেতা নিযুক্ত হওয়ার পর তিনি মসজিদের ভার আহমাদুল্লার হাতে ছেড়ে দেন।
এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি।
কাতারের রাজধানী দোহায় তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অষ্টম দফা আলোচনা শেষ হওয়ার কয়েক দিন পর এই হামলার ঘটনা ঘটে।
No comments