উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে: ড. রুহানি
ইসলামি
প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, শত্রুরা ইরানিদের
মধ্যে হতাশা ছড়িয়ে দিতে চায়। তারা বলতে চায় ইরানিদের ভবিষ্যৎ অন্ধকার।
কিন্তু ইরানি জাতি নতুন ফার্সি বছরেও নতুন নতুন সাফল্য অর্জন করতে সক্ষম
হবে। তেহরানে আন্তর্জাতিক শ্রমিক দিবসকে সামনে রেখে আয়োজিত এক অনুষ্ঠানে আজ
(রোববার) তিনি এসব কথা বলেন।
ওই অনুষ্ঠানে দেশের শ্রেষ্ঠ শ্রমিকদের হাতে পুরস্কার তুলে দেন প্রেসিডেন্ট রুহানি। আগামী ১ মে হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এ সময় তিনি দেশ গড়ার ক্ষেত্রে শ্রমিকদের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং এজন্য তাদেরকে ধন্যবাদ জানান।
ইরানের প্রেসিডেন্ট বলেন, শত্রুরা চায় না ইরানে উন্নয়ন-অগ্রগতি অব্যাহত থাকুক। কিন্তু তাদেরকে হতাশ করে ইসলামি ইরান অতীতের চেয়ে বেশি জাকজমকভাবে ৪১তম বিজয় বার্ষিকী উদযাপন করবে। চলতি বছরকে ইরানি পণ্যের প্রতি সহায়তার বছর হিসেবে নামকরণের কথা উল্লেখ করে তিনি বলেন, ইরানি পণ্যের প্রতি সহায়তার জন্য আমাদেরকে আরও বেশি চেষ্টা চালাতে হবে।
রুহানি বলেন, আমরা বিশ্বাস করি গোটা মানবতার জন্যই উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।
ওই অনুষ্ঠানে দেশের শ্রেষ্ঠ শ্রমিকদের হাতে পুরস্কার তুলে দেন প্রেসিডেন্ট রুহানি। আগামী ১ মে হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এ সময় তিনি দেশ গড়ার ক্ষেত্রে শ্রমিকদের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং এজন্য তাদেরকে ধন্যবাদ জানান।
ইরানের প্রেসিডেন্ট বলেন, শত্রুরা চায় না ইরানে উন্নয়ন-অগ্রগতি অব্যাহত থাকুক। কিন্তু তাদেরকে হতাশ করে ইসলামি ইরান অতীতের চেয়ে বেশি জাকজমকভাবে ৪১তম বিজয় বার্ষিকী উদযাপন করবে। চলতি বছরকে ইরানি পণ্যের প্রতি সহায়তার বছর হিসেবে নামকরণের কথা উল্লেখ করে তিনি বলেন, ইরানি পণ্যের প্রতি সহায়তার জন্য আমাদেরকে আরও বেশি চেষ্টা চালাতে হবে।
রুহানি বলেন, আমরা বিশ্বাস করি গোটা মানবতার জন্যই উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।
No comments