প্রথমবারের মতো ল্যাটিন আমেরিকা সফরে ট্রাম্প
মার্কিন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রথমবারের মতো আগামী মাসে ল্যাটিন
আমেরিকা সফরে যাচ্ছেন। তিনি পেরু ও কলম্বিয়া সফর করবেন। খবর এএফপি’র।
ট্রাম্প আগামী ১৩ ও ১৪ এপ্রিল লিমায় আমেরিকা সম্মেলনে যোগ দিতে পেরু সফর
করবেন।
সম্মেলনে পশ্চিম গোলার্ধের দেশের নেতারা অংশ নিবেন। হোয়াইট হাউসের
এক কর্মকর্তা এএফপি’কে বলেন, সেখান থেকে তিনি কলম্বিয়া সফরে যাবেন। এ
সম্মেলনে ট্রাম্প অংশ গ্রহণ নাও করতে পারেন বলে যে কানাঘুষা শুরু হয়েছে এ
ঘোষণার মধ্যদিয়ে তার অবসান ঘটলো।
No comments