ভারতের আদালত স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিয়েছে
ভারতে
জীবনসংকটে থাকা রোগীরা চাইলে স্বেচ্ছামৃত্যু বেছে নিতে পারবেন। শুক্রবার
এক আদেশে দেশটির সুপ্রিম কোর্ট বলেছেন, কোনো ব্যক্তির লিখিত আবেদনের
পরিপ্রেক্ষিতে মৃত্যু ত্বরান্বিত করার জন্য চিকিৎসা ব্যবস্থা প্রত্যাহার
করা যাবে।
বিবিসির খবরে বলা হয়েছে, পরোক্ষ স্বেচ্ছামৃত্যু (প্যাসিভ
ইউথানেসিয়া) চেয়ে করা লিখিত আবেদনে গুরুতর অসুস্থ ব্যক্তি জানাতে পারবেন,
তিনি বেঁচে থাকতে চান নাকি মরে যেতে চান। ভারতের সুপ্রিম কোর্টের বিচারকেরা
বলেছেন, মর্যাদার সাথে মৃত্যুর অধিকার একটি মৌলিক অধিকার এবং এ বিষয়ে কোনো
ব্যক্তির লিখিত ইচ্ছা আদালতের অনুমোদনক্রমে কার্যকর করা যাবে। কোন কোন
ক্ষেত্রে পরোক্ষ স্বেচ্ছামৃত্যু কীভাবে কার্যকর হবে—তার বিস্তারিত
নির্দেশনাও শুক্রবারের রায়ে উল্লেখ করেছেন সুপ্রিম কোর্ট। তবে কোনো রোগীকে
জোর করে স্বেচ্ছামৃত্যুর আবেদন করানো হয়েছে কি না, তা কীভাবে আদালত যাচাই
করবেন, সেটি স্পষ্ট হয়নি আদালতের রায়ে। আদালত আরও বলেছেন, গুরুতর অসুস্থ ও
জীবনসংকটে থাকা ব্যক্তির আত্মীয় ও পরিবারের সদস্যরা আদালতে পরোক্ষ
স্বেচ্ছামৃত্যুর আবেদন করতে পারবেন। এরপর আদালতের নিয়োগ করা চিকিৎসকের একটি
দল সিদ্ধান্ত নেবে, এর আদৌ প্রয়োজন আছে কি না।
No comments