‘হে আল্লাহ ওকে তুমি নিয়ে যাও, জান্নাতে অন্তত সে খাবার পাবে’
‘হে
আল্লাহ আমার ছেলেকে তুমি নিয়ে যাও, জান্নাতে অন্তত সে খাবার পাবে’। আহত
ছেলের নিদারুণ যন্ত্রণা সহ্য করতে না পেরে এক মা স্রষ্টার কাছে এমন
প্রার্থনায় করেছেন। এক মা তার সন্তানকে নিয়ে হাসপাতালে ছুটে যান। তখন
কর্তব্যরত চিকিৎসকের সামনে কান্নায় ভেঙ্গে পড়েন শিশুটির মা।
ওইদিকে চরমাহত
শিশুটি কাতরাতে কাতরাতে যন্ত্রণায় ছটফট করছিলো। একদিকে অক্সিজেন সঙ্কট
অন্যদিকে স্প্রিন্টারে আঘাত। সব মিলিয়ে যেন মৃত্যুদূত তাকে ডাকছে। মায়ের
চোখের সামনে ছেলের এ যন্ত্রণা কিছুতেই সহ্য হওয়ার নয়। ওই মা তখন বলেন, ‘এর
চেয়ে মৃত্যু ভালো, জান্নাতে অন্তত সে খাবার পাবে।’ ওই সময় চিকিৎসকও কান্নায়
ভেঙ্গে পড়েন। ওষুধ সঙ্কটের কারণে এ ধরণের বেশ কয়েকজন শিশুকে বাঁচাতে
পারছেন না ওই চিকিৎসক।
No comments