আফরিন ঘেরাও করেছে তুর্কি সেনারা! ভিত্তিহীন বলল ওয়াইপিজি
তুর্কি সেনারা বর্তমানে শহরের কমপক্ষে ১০ থেকে
১৫ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে দাবি করেন তিনি। গতকাল শুক্রবার
তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ঘোষণা করেছেন, আফরিন শহর পুরোপুরি ঘিরে ফেলা
হয়েছে এবং যেকোনো মুহূর্তে তুর্কি সেনারা শহরে প্রবেশ করবে। এর আগে তুর্কি
পররাষ্ট্রমন্ত্রী মভলুদ চাভেজগ্লু বলেছেন, আগামী মে মাসেই আফরিন শহরে
তুর্কি সেনা অভিযানের সমাপ্তি ঘটবে। গত ২০ জানুয়ারি থেকে আফরিন অঞ্চলে
অভিযান শুরু করেছে তুরস্কের সেনাবাহিনী।
No comments