সাহায্য করলে আত্মবিশ্বাস বাড়ে
মানুষ
মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে
না... কণ্ঠশিল্পী ভুপেন হাজারিকার বিখ্যাত গান। সর্বজনীন আবেদন নিয়ে গানটি
ইতিহাসের অংশ হয়ে গেছে। মানুষ কিন্তু আসলেই মানুষের জন্যে। মানুষের দিকে
সাহায্যের হাত প্রসারিত করে দিলে অন্তরে মেলে প্রশান্তি। অপরিচিত বা অচেনা
মানুষকে সাহায্য করা তরুণদের মনোজগতের ওপর এর প্রভাব কী- তা নিয়ে বৃটেনের
বিজ্ঞানীরা একটি দীর্ঘ গবেষণা করেছেন। যা প্রকাশিত হয়েছে সে দেশের
প্রভাবশালী দৈনিক ইন্ডিপেনডেন্টে। এতে উঠে এসেছে, অপরিচিতদের দিকে
সাহায্যের হাত বাড়িয়ে দেয়া তরুণদের মধ্যে আত্মমর্যাদা ও পরিতৃপ্তিবোধ বেশি।
গবেষণালব্ধ একটি লক্ষণীয় ব্যাপার হচ্ছে, যেসব তরুণ শুধু পরিবার-পরিজন ও
বন্ধুবান্ধবকে সহায়তা করেন, কিন্তু অপরিচিতদের না- তাদের মধ্যে উপরোক্ত
ধরনের পরিতৃপ্তিবোধ লক্ষ্য করা যায়নি। সুতরাং, আমাদের সহানুভূতির বিস্তার
কেবল পরিবার পরিজন পর্যন্ত বিস্তৃত থাকলেই হয় না; পূর্ণ মানবিক তৃপ্তি এবং
আত্মমর্যাদার তুষ্টি পেতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে সমাজের প্রতি,
অপরিচিতদের প্রতি। এতে সবচাইতে বেশি উপকৃত হবেন আপনি নিজেই। প্রিয় তারুণ্য,
আসুন আমাদের দয়ার্দ্র হৃদয়ে বাড়ানো নিঃস্বার্থ সাহায্যের হাত দিয়ে আমরা
ছুঁয়ে দিই সমাজের প্রতিটি স্তর। মমতার রঙে রাঙিয়ে দিই সারা পৃথিবী।
No comments