সুপ্রিম বুলেট ট্রেন
২০২০
সালে জাপানে অনুষ্ঠেয় বিশ্বকাপকে ঘিরেও যোগাযোগ ব্যবস্থায় আরো বেশি
আকর্ষণীয় করে তুলতে চায় জাপান। তারই ধারাবাহিকতায় ২০২০ সালে জাপানে চালু
হবে শিনকানসেনের নতুন সংস্করণ এন৭০০এস। নতুন সংস্করণটি বুলেট ট্রেনের
প্রধান কারিগরি দিক এবং প্রযুক্তিগত উপকরণে সংস্কার করা হবে।
উন্নত
প্রযুক্তির ছোঁয়া থাকবে ট্রেনটিতে। নতুন ট্রেনের সবচেয়ে বড় দিক হলো,
ট্রেনটি হবে পরিবেশ বান্ধব এবং খুব কম শব্দ করে চলবে। এছাড়া প্রাকৃতিকভাবে
বাতাস ঠান্ডা করার প্রযুক্তি থাকবে এই ট্রেনে। ভ্রমণে বাড়তি আনন্দ পাবে
যাত্রীরা। টানেলের মধ্যে ঢোকার সময় খুব কম পরিমাণ শব্দ হবে এবং বাতাসের
সাথেও সংঘর্ষ কম হবে। আগের মডেলের চেয়ে এগারো টন ওজন কম হবে সুপ্রিম বুলেট
ট্রেনে। ওজন কমানোর জন্য ট্রেনে ব্যবহার করা হয়েছে সিলিকন কার্বাইড
সেমিকন্ডাক্টর। সব মিলিয়ে এই ট্রেনে কম শক্তি ব্যয় হবে।
No comments