শত্রুদের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধে প্রস্তুত চীন: শি জিনপিং
চীনা
প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার এক
জ্বালাময়ী ভাষণ দিয়েছেন। দেশটিতে বিভাজন সৃষ্টির বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ
করে তিনি বলেন, বিশ্বে নিজের ন্যায়সঙ্গত স্থান ধরে রাখতে শত্রুদের
বিরুদ্ধে রক্তক্ষয়ী লড়াইয়ে প্রস্তুত রয়েছে চীন।-খবর এএফপি।
ন্যাশনাল পিপলস
কংগ্রেসের বার্ষিক অধিবেশনের সমাপনীতে তিনি এসব কথা বলেন। শীর্ষপর্যায়ের
মার্কিন কর্মকর্তাদের তাইওয়ান সফরের অনুমতি দিয়ে ডোনাল্ড ট্রাম্প নতুন
নীতিতে সই করার পর দিন দেয়া ভাষণে শি বলেন, বেইজিং যে কোনো মূল্যে তার ‘এক
চীন নীতি’ রক্ষা করে চলবে। ‘এক চীন নীতি’ বলতে বোঝাচ্ছে- স্বশাসিত
দ্বীপরাষ্ট্র তাইওয়াইন চীনের সঙ্গে পুনর্মিলনের অপেক্ষায় রয়েছে। গ্রেট হলে
প্রায় তিন হাজার প্রতিনিধির সামনে দেয়া ভাষণে চীনা প্রেসিডেন্ট বলেন, দেশকে
আলাদা করতে সব ধরনের ষড়যন্ত্র ও কর্মকাণ্ড ব্যর্থ করে দেয়া হবে। জনগণ সব
ধরনের ষড়যন্ত্রের নিন্দা জানাবে এবং ইতিহাস তাদের শাস্তি দেবে। চীনা উন্নয়ন
প্রকল্প নিয়ে উদ্বেগ দূর করতে তিনি বলেন, চীন কোনো দেশের জন্য হুমকি হয়ে
দেখা দেবে না। যারা অন্যকে হুমকি দিতে অভ্যস্ত, তারা সবাইকে হুমকি হিসেবে
মনে করে।
No comments