স্বয়ংক্রিয় টোল আদায় পদ্ধতি
সংযুক্ত
আবর আমিরাত (ইউএই) এর রাজধানী আবুধাবিতে মোটরযানের জন্য চালু হতে যাচ্ছে
‘স্বয়ংক্রিয় টোল সংগ্রহ সিস্টেম’। মেগাসিটিটির ট্রাফিক চলাচল আরো সহজ করতে এ
উদ্যোগ নিয়েছে আবুধাবি ডপার্টমেন্ট অব ট্রান্সপোর্ট (ডট)।
পাবলিক বাস,
দমকল বিভাগের যান, এ্যাম্বুলেন্স, মোটর সাইকেল এই টোলের আওতার বাইরে থাকবে।
নতুন এ পদ্ধতি চালু করার পর কোন যানবাহন নিয়ম লঙ্ঘন করলে ওই যানবাহনের
চালককে সর্বোচ্চ ১০ হাজার দিরহাম (প্রায় ২ লাখ ৬৬ হাজার টাকা) জরিমানা করা
হবে। আর এক বছরের মধ্যে এর পুনরাবৃত্তি ঘটলে অনধিক ২৫ হাজার দিরহাম (প্রায়
সাড়ে ৫ লাখ) জরিমানা করা হবে। রাজধানীতে নতুন এ পদ্ধতি চালুর উদ্যোগ নেয়া
হলেও দেশটির অপর শহর দুবাইয়ে ২০০৭ থেকে এ পদ্ধতি চালু রয়েছে।
No comments