মানুষ হত্যা বন্ধ করতে হবে: রুহানি
ইরানের
প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইয়েমেনে মানুষ হত্যা বন্ধ করতে হবে।
রোববার তেহরানে ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন আলাভির সঙ্গে বৈঠকে তিনি
এ কথা বলেন। ওমান হচ্ছে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের প্রতিবেশী দেশ।
রুহানি আরো
বলেছেন, ইয়েমেনের মানবিক পরিস্থিতি অত্যন্ত সঙ্কটাপন্ন এবং উদ্বেগজনক।
দেশটির জনগণের বিরুদ্ধে হামলা বন্ধ করতে হবে। সেখানে নির্বিচারে বোমাবর্ষণ ও
মানুষ হত্যা করা হচ্ছে। ইয়েমেনের নিরীহ জনগণের কাছে ওষুধ ও খাদ্য পৌঁছে
দিতে হবে। ওমান ও ইরান পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ইয়েমেনে শান্তি ও
নিরাপত্তা প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। ইরানের প্রেসিডেন্ট বলেন,
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ওমান ও ইরানের গুরুত্বপূর্ণ দায়িত্ব
রয়েছে। মধ্যপ্রাচ্যে অশান্তি ও অস্থিতিশীলতার কারণে অঞ্চলের প্রতিটি দেশই
ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুই দেশের মধ্যে সহযোগিতা আরো জোরদার করা গুরুত্বপূর্ণ।
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইয়েমেনে
চলমান সংঘাতের কারণে দেশটির জনগণের দুঃখ-কষ্ট ক্রমেই বাড়ছে। যত দ্রুত সম্ভব
ইয়েমেনে মানুষ হত্যা বন্ধ করতে হবে এবং জনগণের কাছে মানবিক ত্রাণ সহায়তা
পৌঁছে দিতে হবে।
No comments