রোহিঙ্গাদের জমি দখল করে সামরিক ঘাঁটি
রাখাইনে
রোহিঙ্গাদের জমি দখল করে সেখানে সামরিক ঘাঁটি নির্মাণ করছে মিয়ানমারের
নিরাপত্তা বাহিনী। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাতে সোমবার এ তথ্য জানায়
সামরিক সংবাদ ভিত্তিক ওয়েবসাইট সোফরেপ। ঘাঁটি নির্মাণের কাজ শুরু হলেও,
ভূমিগুলো বৈধভাবে অধিগ্রহণ করা হয়েছে কি-না সেবিষয়ে কিছু জানায়নি মিয়ানমার
পুলিশ। বুথিডং এলাকায় রোহিঙ্গাদের গ্রামে সামরিক বাহিনীর অধিগ্রহণ করা
ভূমিতে, সাইনবোর্ড লাগিয়ে দেয়ার পাশাপাশি, সেখানে স্থানীয় না যেতে সতর্ক
করে দেয়া হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।গেল বছরের আগস্টে রাখাইনে
রক্তাক্ত অভিযান শুরুর পর প্রায় ৭ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয়
নেয়। সশস্ত্র ‘আরসা’ বিদ্রোহীদের দমনে ওই অভিযান চালানোর দাবি করা হলেও,
মিয়ানমারের বিরুদ্ধে জাতিগত নিধনের অভিযোগ আনে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়।
No comments