পাকিস্তান সীমান্তে ৪ দিনে ৯ হাজার মর্টার শেল ছুড়েছে ভারত
গত
৪ দিনে জম্মুর আন্তর্জাতিক সীমান্তে ৯ হাজার রাউন্ড মর্টার শেল ছুড়েছে
ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্তের ওপারের যে পাকিস্তানি
চৌকিগুলো থেকে গোলাগুলি আসছিল, প্রত্যাঘাতে সেগুলি গুঁড়িয়ে দেয়া হয়েছে বলে
দাবি। সীমান্ত বরাবর বেশ কিছু জায়গায় জ্বালানি তেল মজুদ করেছিল পাকিস্তানি
রেঞ্জার্স। সেই জ্বালানি ভাণ্ডারও জ্বালিয়ে দেয়া হয়েছে।
সোমবার বিএসএফ
সূত্রে এমনটাই জানানো হয়েছে। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর সিনিয়র
অফিসারদের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সূত্র জানিয়েছে, জম্মুর ১৯০
কিলোমিটার আন্তর্জাতিক সীমানা বরাবর অত্যন্ত উত্তেজনা রয়েছে। রোববার
সন্ধ্যা থেকে ভারি গোলাবর্ষণ করছে পাকিস্তান। ঝাঁকে ঝাঁকে গুলি আসছে।
পাকিস্তানের এ হামলার জবাব দিতে এ পর্যন্ত ৯ হাজার রাউন্ড মর্টার শেল
ছুড়েছে বিএসএফ। নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গিয়ে সেগুলো আঘাত করেছে। বিএসএফ
সূত্রে খবর, সীমান্তের ওধারে পাকিস্তানি রেঞ্জার্স ও সেনার সিনিয়র
কমান্ডারদের আনাগোনা বেড়েছে। ভারতের সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ের প্রস্তাবও
ফিরিয়েছে পাকিস্তান। পরিস্থিতি পর্যবেক্ষণের পর জম্মু এলাকার সব বিএসএফ
পোস্টে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
No comments