বছরে এক লাখ নারীকে আলো দেখাবেন মালালা
বিশ্বসেরা
প্রযুক্তিপণ্য নির্মাতা অ্যাপলের সঙ্গে নারীদের শিক্ষার প্রসারে এক
যুগান্তকারী প্রকল্প হাতে নিয়েছেন নোবেল বিজয়ী অধিকারকর্মী মালালা
ইউসুফজাই। প্রাথমিকভাবে এ প্রকল্পে বছরে এক লাখ সুবিধাবঞ্চিত নারীকে
শিক্ষার আলোয় আনতে সহায়তা করা হবে।
অ্যাপলের প্রধান নির্বাহী (সিইও) টিম
কুক প্রায় চার মাস আগে ইংল্যান্ডের অক্সফোর্ডে শিক্ষারত মালালার সঙ্গে দেখা
করতে যান। সেখানেই তারা একত্রে নারী শিক্ষার এ উদ্যোগের চিন্তা করেন। খবর
দ্য ইন্ডিপেনডেন্টের। গত শনিবার বিশ্বের সবচেয়ে বিখ্যাত সিইও টিম কুক
লেবাননের রাজধানী বৈরুতে একত্রে নারী শিক্ষার বিষয়ে তাদের এ দাতব্য সংস্থা
গঠনের বিষয়টি গণমাধ্যমকে জানান। মালালা ও টিম কুক জানান, নতুন এ উদ্যোগের
আওতায় আফগানিস্তান, পাকিস্তান, লেবানন, তুরস্ক ও নাইজেরিয়ার নারীদের জন্য
প্রাথমিকভাবে শিক্ষার ব্যবস্থা করা হবে। এতে প্রয়োজনীয় অর্থেরও সংস্থান
করবে তাদের দাতব্য সংস্থা। সম্প্রতি যুক্তরাজ্যের সংবাদমাধ্যম
ইনডিপেনডেন্টকে এ ফাউন্ডেশন গঠনের তথ্য জানান টিম কুক। তিনি বলেন, আমি গত
বছরের অক্টোবরে অক্সফোর্ডে গিয়ে মালালার সঙ্গে দেখা করি।
টিম বলেন, মালালা
প্রাথমিক আলোচনাতেই নারী শিক্ষার জন্য এ সংস্থা গঠন করতে রাজি হন। ‘মালালা
ফান্ড’ নামে এ সংস্থায় অ্যাপলের পক্ষ থেকে নারী শিক্ষার বিস্তারে যথাসম্ভব
সহযোগিতা করা হবে। সারা বিশ্বে অ্যাপলের বহু ব্যবসা রয়েছে। রয়েছে বহু
বিশেষজ্ঞও। আর তাদের ব্যবহার করে এ ফাউন্ডেশনকে নারী শিক্ষায় এগিয়ে নেয়া
সম্ভব বলে মনে করেন টিম কুক। এ বিষয়ে তিনি বলেন, আমরা শিক্ষার বাজারে ৪০
বছর ধরে কাজ করছি। প্রতিষ্ঠানের শুরু থেকেই এ কাজ চলছে। আর অ্যাপলের
প্রতিষ্ঠাতা স্টিভ জবসেরও এতে খুব প্রাধান্য ছিল। এ কারণে আমরা এক্ষেত্রে
দক্ষ জনবল গড়ে তুলেছি যেন আমাদের পণ্য শিক্ষাক্ষেত্রে পরিবেশের সঙ্গে
মানিয়ে এগিয়ে নিয়ে যায়।
No comments