নতুন বিদেশি কোচ পাচ্ছে জুনিয়র টাইগাররা
ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জন্য নতুন বিদেশি কোচ নিয়োগ দেয়া হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যেই ঢাকা পৌঁছে দলের সাথে যোগ দিয়ে খুব শিগগিরই কাজ শুরু করবেন বিসিবির নিয়োগকৃত নতুন কোচ। ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে ২৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে ২২ মে থেকে শুরু হচ্ছে প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটারদের প্রস্তুতি ক্যাম্প। ঘোষিত স্কোয়াডে আছেন ১২ জন ব্যাটসম্যান, দু'জন উইকেটরক্ষক, চারজন স্পিনার ও দু'জন পেসার। টুর্নামেন্টের জন্য দল দেশ ছাড়ার আগে এখান থেকে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। এ প্রসঙ্গে অনূর্ধ্ব-১৯ দলের দেখাশোনা করা দেশীয় কোচ আবদুল করিম জুয়েল বলেন, ‘আমাদের বেসিক একটা দল আছে যারা শ্রীলঙ্কায় যুব এশিয়া কাপ খেলেছে। যুব ক্রিকেট লীগ থেকে আমরা আরো কিছু খেলোয়াড় বাছাই করেছি। এই দলগুলোর মিশ্রণেই মূলত আমরা ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছি।’ তিনি আরো বলেন, ‘প্রথম দুই সপ্তাহ আমরা ফিটনেসে নজর দেবো এবং এরপর বিভিন্ন ভেন্যুতে প্রস্তুতি ম্যাচ খেলবো। ম্যাচগুলো সিলেট, ফতুল্লা, খুলনা এবং সাভারের বিকেএসপিতে হতে পারে।’
No comments