ভারতের সাথে ইসরাইলের ৬৩ কোটি ডলারের অস্ত্র চুক্তি
ইসরাইল ভারতের সাথে নতুন করে ৬৩ কোটি ডলারের অস্ত্র চুক্তি সই করেছে। চুক্তি অনুসারে, ইসরাইল ভারতীয় নৌবাহিনীকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য দূরপাল্লার উন্নত ক্ষেপণাস্ত্র দেবে। রোববার এক বিবৃতিতে ইসরাইলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ বলেছে, ইসরাইলের এ কোম্পানি ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন অ্যারোস্পেস ও প্রতিরক্ষা কোম্পানি ‘ভারত ইলেক্ট্রেনিক্স লিমিটেড’কে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বারাক- সরবরাহ করবে।
এসব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভারতের চারটি যুদ্ধাজাহাজে বসানো হবে। দাবি করা হয়, বিমান, হেলিকপ্টার, জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমানসহ সব ধরনের আকাশভিত্তিক হুমকি নস্যাৎ করতে পারে এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এর এক মাস আগে ইসরাইল জানিয়েছিল, তারা ভারতের সাথে ২০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি করেছে। তেল আবিব বলেছে, ইসরাইলের ইতিহাসে এটাই অস্ত্র বিক্রির ক্ষেত্রে সবচেয়ে বড় চুক্তি।
No comments