সৌদি থেকে ইসরাইলে যাচ্ছেন ট্রাম্প
সৌদি সফর শেষে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইসরাইল ও ফিলিস্তিন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে দু'দিনের সফরে তিনি ইসরাইল ও ফিলিস্তিনি ভূখণ্ড সফর করবেন। খবর বিবিসির। এদিকে ইসরাইল ও ফিলিস্তিন ভূখণ্ড সফরে ট্রাম্প ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সংঘর্ষ ও অশান্তির অবসানে কথা বলবেন। তিনি দু'দেশের মধ্যে সংঘাত নিরসনে শান্তি চুক্তির ওপর গুরুত্বারোপ করে একে 'চূড়ান্ত চুক্তি' বলে উল্লেখ করেছেন। তবে এই চুক্তি কীভাবে নিরুপিত হবে সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা তিনি দেননি।
এর আগে ট্রাম্প বলেছেন, দু'পক্ষের নেতাদের পারস্পরিক আলোচনার মধ্য দিয়েই এই শান্তি চুক্তি হতে হবে। এতে কেউ প্রভাবক হিসেবে কাজ করবে না। সৌদি সফরকালে রোববার রিয়াদে আয়োজিত মুসলিম বিশ্বের নেতাদের এক সম্মেলনে ট্রাম্প আরব ও মুসলিম দেশের নেতাদের একজোট হয়ে সন্ত্রাসবাদের বিপক্ষে কাজ করার আহ্বান জানান। এ সময় তিনি সন্ত্রাসবাদকে 'পৃথিবীর বাইরে ছুড়ে ফেলার' কথা বলেন। ট্রাম্প এ সময় মুসলিম দেশগুলোর মধ্যে বিভিন্ন সমস্যার জন্য ইরানকেও দায়ী করেন।
No comments