সচিবালয়ে সুন্দরী তদবির পার্টির ভিন্ন কৌশল
দেশের
প্রশাসনযন্ত্র সচিবালয়ে সুন্দরী নারী তদবির পার্টির আনাগোনা আগের মতো নেই।
সচিবালয়ের সামনে দর্শনার্থীদের অপেক্ষা কক্ষে তাদের তৎপরতা খুব একটা চোখে
পড়ে না। বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের বারান্দায় এখন তাদের পায়চারিও চোখে
পড়ে না। তাদের দৃশ্যমান এসব উপস্থিতি না থাকলেও সুন্দরী তদবির পার্টি কৌশলে
সক্রিয় রয়েছে। অনুসন্ধান জানা গেছে, সুন্দরী তদবির পার্টির খদ্দেররা এখন
ভাইবার, হোয়াটস অ্যাপ, ম্যাসেঞ্জার বা ইমোতে যোগাযোগ করে কাজ করছে। বিনিময়ে
ওই সব সুন্দরীদের এজেন্টরা দিনে সচিবালয়ে ঢুকে কাজ বাগিয়ে নিচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরী
ললনারা বিভিন্ন সংস্থার নজরদারির কারনে সচিবালয়ে ঢুকতে এখন ইতস্তত বোধ
করেন।
এক সময় সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সামনে সুন্দরী তদবিরবাজদের আনাগোনা থাকতো। তারা কৌশলে তদবির করে নানা কাজ বাগিয়ে নিতো। এ নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে রিপোর্টও হয়েছে। তবে সম্প্রতি সচিবালয়ে নিরাপত্তা জোরদার ও তদবিরবাজদের ওপর বিভিন্ন সংস্থার সদস্যদের পর্যŸক্ষণ বাড়ানোয় তাদের উপস্থিতি কমে যায়।
এক সময় সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সামনে সুন্দরী তদবিরবাজদের আনাগোনা থাকতো। তারা কৌশলে তদবির করে নানা কাজ বাগিয়ে নিতো। এ নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে রিপোর্টও হয়েছে। তবে সম্প্রতি সচিবালয়ে নিরাপত্তা জোরদার ও তদবিরবাজদের ওপর বিভিন্ন সংস্থার সদস্যদের পর্যŸক্ষণ বাড়ানোয় তাদের উপস্থিতি কমে যায়।
No comments