২০ বছরে প্রথম বাদ পড়ল আর্সেনাল

এভারটনকে হারিয়েও চ্যাম্পিয়ন্স লীগের ট্রেন মিস করল আর্সেনাল। ২০ বছরে এই প্রথম গানাররা খেলবে না চ্যাম্পিয়ন্স লীগে। ম্যানচেস্টার সিটি ওয়াটফোর্ডকে গুঁড়িয়ে দিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগের টিকিট পেল। এদিকে ম্যানইউর হতাশার প্রিমিয়ার লীগও শেষ হল জয় দিয়ে। রোববার প্রিমিয়ার লীগের শেষদিন দশ ম্যাচে ৩৭ গোল হয়েছে। এদিন চ্যাম্পিয়ন চেলসি প্রথম ইংলিশ দল হিসেবে এক মৌসুমে ৩৮ ম্যাচে ৩০টি জয় পেল। প্রিমিয়ার লীগের শিরোপাযুদ্ধ আগেই শেষ হয়েছিল। শেষদিনে চ্যাম্পিয়ন্স লীগে খেলার লড়াইয়ে নেমেছিল তিন দল। সেই লড়াইয়ে জিতেছে লিভারপুল ও ম্যানসিটি। আর জিতেও হেরে গেল আর্সেনাল। টানা ২০ বার চ্যাম্পিয়ন্স লীগে খেলার পর এবারই প্রথম দেখা যাবে না তাদের। ওয়াটফোর্ডের মাঠে ৫-০ গোলে জিতেছে ম্যান সিটি। আর নিজেদের মাঠে মিডলসবরোকে ৩-০ গোলে হারিয়েছে লিভারপুল। এভারটনকে ৩-১ গোলে হারিয়েছে আর্সেনাল। কিন্তু অন্যরা হোঁচট না খাওয়ায় পঞ্চম স্থানে থেকেই প্রিমিয়ার লীগ শেষ করল গানাররা। দুই ম্যাচ হাতে রেখে শিরোপা জেতা চেলসি ও রানার্সআপ টটেনহ্যামের সঙ্গে তৃতীয় হওয়া সিটি সরাসরি আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বে খেলবে। আর চতুর্থ হওয়া লিভারপুল খেলবে প্লে-আফ। চেলসি শেষদিন ৫-১ গোলে হারিয়েছে সান্ডারল্যান্ডকে। ব্ল–জরা ৩৮ ম্যাচে ৯৩ পয়েন্ট নিয়ে লীগ শেষ করল। আর হ্যারি কেনের হ্যাটট্রিক হাল সিটিকে ৭-১ গোলে উড়িয়ে দেয়া টটেনহ্যামের পয়েন্ট ৮৬। তৃতীয় হওয়া সিটির পয়েন্ট ৭৮। আর চতুর্থ লিভারপুলের ৭৬। ওয়েবসাইট।

No comments

Powered by Blogger.