আরেকটি ৯/১১ থেকে রক্ষা পেতে ইরানের ফর্মুলা
যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আক্রমণের জবাবে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে
ইরান। তারা বলেছে, যুক্তরাষ্ট্রে কিভাবে আরেকটি ৯/১১ থেকে রক্ষা পেতে পারে
তা নিয়ে সৌদি আরবের সঙ্গে আলোচনা করা উচিত ট্রাম্পের। তিনি অযথাই,
ভিত্তিহীন অভিযোগ করছেন অন্য দেশগুলোর বিরুদ্ধে। ইরানের পররাষ্ট্র
মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সন্ত্রাসের জন্য ভিত্তিহীনভাবে
দায়ী করছে অন্য দেশকে। সৌদি আরবের রাজধানী রিয়াদে ডনাল্ড ট্রাম্প তার
বক্তব্যে বার বারই আক্রমণ শাণিয়েছেন ইরানের বিরুদ্ধে। তিনি অভিযোগ করেছেন
অস্ত্র, জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে ধ্বংসাত্মক কাজকর্ম ও বিশৃখংলা ছড়িয়ে
দিচ্ছে ইরান। তারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন দিচ্ছে। এর
মাধ্যমে তারা যে অপরাধ বা ক্রাইম করছে তা অবর্ণনীয়। ট্রাম্প আরো উল্লেখ
করেছেন, ইরানের নেতাদের সংঘাতপূর্ণ ও সন্ত্রাসী মানসিকতার কারণে সেখানকার
জনগণ দুর্ভোগ পোহাচ্ছে। উল্লেখ্য, ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর সন্ত্রাসী
হামলা হয় যুক্তরাষ্ট্রে বিশ্ব বাণিজ্য কেন্দ্রে। সেখানে প্রায় ৩ হাজার
মানুষ নিহত হন। হামলাকারীদের ১৯ সন্ত্রাসীর মধ্যে বেশির ভাগই সৌদি আরবের
নাগরিক। বার বার অভিযোগ তোলা হয়েছে, সৌদি আরবের আরো অনেকে ওই হামলায় জড়িত। এ
জন্য মামলা করার উদ্যোগও নেয়া হয়েছিল। এক্ষেত্রে ইরানের পররাষ্ট্র সচিব
জাভেদ জারিফ এর আগে দেয়া প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যই তুলে ধরেন। তাতে
ট্রাম্প ৯/১১ হামলার জন্য সৌদি আরবকে দায়ী করেছিলেন।
No comments