ট্রেবলের আরও কাছে জুভেন্টাস
ল্যাজিওকে ২-০ গোলে হারিয়ে গত বুধবার কোপা ইতালিয়া ট্রফি ঘরে তুলেছে জুভেন্টাস। রোববার আবারও উৎসবে মাতল তুরিনের বুড়িরা। ঘরের মাঠে ক্রোটোনেকে ৩-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সেরি-এ লীগে রেকর্ড টানা ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হল ম্যাসিমিলিয়ানো আলেগ্রির দল। টানা তৃতীয়বারের মতো লীগ ও কাপের ডাবল জয়ের অনন্য কীর্তিও হয়ে গেল। এবার জুভেন্টাসের সামনে আরও বড় এক ইতিহাস গড়ার হাতছানি। ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো ট্রেবল জিততে দরকার আর একটি জয়। আগামী ৩ জুন কার্ডিফে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে তারা। ট্রেবল-স্বপ্ন পূরণের শেষ ধাপটাই এখন বাকি। আগের ম্যাচে রোমার কাছে হেরে লীগ শিরোপা ঘরে তোলার অপেক্ষা বেড়েছিল জুভেন্টাসের। রোববার ঘরের মাঠে সেই ভুল আর করেনি তারা। পুঁচকে ক্রোটোনের বিপেক্ষে ১২ মিনিটেই জুভেন্টাসকে এগিয়ে দেন বার্থডেবয় মারিও মানজুকিচ। ৩৯ মিনিটে দুর্দান্ত এক ফ্রিকিকে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। ৮৩ মিনিটে তার কর্নার থেকেই হেডে ক্রোটোনের কফিনে শেষ পেরেক ঠুকে দেন অ্যালেক্স সান্দ্রো। ৩৭ ম্যাচ শেষে রোমার (৮৪) চেয়ে চার পয়েন্টে এগিয়ে যাওয়ায় শেষ ম্যাচে হারলেও কোনো ক্ষতি হবে না জুভেন্টাসের (৮৮)। এএফপি।
No comments