জঙ্গি কার্যক্রমে বিদেশি বিশেষ গোষ্ঠীর অর্থায়ন থাকতে পারে
বাংলাদেশের জঙ্গি কার্যক্রমে বিদেশি বিশেষ গোষ্ঠীর অর্থায়ন থাকতে পারে বলে মন্তব্য করেছেন ডিএমপি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক অনির্ধারিত সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম এ কথা বলেন। সংবাদ সম্মেলনে ঝিনাইদহ এবং চাঁপাইনবাবগঞ্জে পরিচালিত জঙ্গিবিরোধী অভিযানের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। মনিরুল ইসলাম বলেন, জঙ্গি কার্যক্রমে অর্থায়নের উৎস নিয়ে কাজ চলছে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে, জঙ্গি সংগঠনগুলোর সমমনা ব্যক্তি ও প্রবাসীরা এতে অর্থায়ন করছেন। যেসব ব্যক্তি জঙ্গিবাদে যুক্ত হচ্ছেন তারাও নিজেদের সহায়-সম্পত্তি সংগঠনকে বিলিয়ে দিয়েছেন।
এছাড়া জঙ্গিবাদ ছড়াতে বিদেশি বিশেষ গোষ্ঠীর অর্থায়নের সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না। সংবাদ সম্মেলনে পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ঝিনাইদহের জঙ্গি আস্তানায় পরিচালিত অভিযানের সময় পালিয়ে যাওয়া ব্যক্তির নাম আব্দুল্লাহ। তিনি শিবগঞ্জের জঙ্গি আস্তানায় পরিচালিত অভিযানে নিহত হয়েছেন। আব্দুল্লাহ তিন বছর আগে ধর্মান্তরিত হন। পরে নব্য জেএমবির টাকায় বাড়ি কিনেন তিনি। শিবগঞ্জের বাড়িটি জঙ্গিদের বিস্ফোরকের সংরক্ষণাগার হিসেবে ব্যবহার হতো বলে জানান পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
No comments