কাশ্মীর নিয়ে সমাধানের আহ্বান এরদোগানের
ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্কোন্নয়নের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। প্রথমবারের মতো ভারত সফরের প্রাক্কালে শনিবার তিনি এ আহ্বান জানান। রোববার থেকে এ সফর শুরু হওয়ার কথা রয়েছে। খবর আনাদুলো নিউজ। এরদোগান বলেন, এ সফরের সুবাদে ভারত ও তুরস্কের মধ্যে সম্পকোর্ন্নয়নের পাশাপাশি বাণিজ্য ও অন্যান্য নানা দ্বিপাক্ষিক ইস্যুতে ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণ সম্ভব হবে। বক্তব্যে এরদোগান কাশ্মীর ইস্যুটিও তুলে ধরেন।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, দীর্ঘ ৭০ বছরের মতো সময় ধরে কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্য সংঘাত চলছে। নিজেদের ভবিষ্যত প্রজন্মের জন্য হলেও এই বিষয়ে সমাধানে আসা প্রয়োজন। কাশ্মীরের উন্নয়নে ও ভবিষ্যতের জন্য এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার দাবি জানান এরদোগান। এর জন্য দুই দেশকেই উন্মুক্ত আলোচনায় বসার তাগিদ দেন তিনি। তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমরা দক্ষিণ এশিয়াতে শান্তি দেখতে চাই। বিশ্বশান্তি বজায় রাখার জন্য দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা জরুরি। এখন পর্যন্ত কাশ্মীর নিয়ে সংঘাতে ৭০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আর ভারত তার নিজ অংশের শান্তি বজায় রাখার জন্য পাঁচ লাখেরও বেশি সৈন্য মোতায়েন করে রেখেছে।
No comments