পরিবহন খাতে শৃংখলা না ফেরা পর্যন্ত অভিযান: ওবায়দুল
পরিবহন
খাতের শৃংখলা ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী
ওবায়দুল কাদের। রোববার সকাল ৯টার দিকে তেজগাঁও সাত রাস্তার মোড়ে বিআরটিএ'র
অভিযান পরিদর্শনে এসে মন্ত্রী এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সিটিং
সার্ভিস বন্ধে রাজধানীতে বিআরটিএ'র অভিযান শুরু হয়েছে। এছাড়া যানবাহনের
বাম্পার অপসারণ করা হচ্ছে। যাত্রী হয়রানি ও তাদের অভিযোগের বিষয়ে তিনি
বলেন, পরিবহন খাতে সকল প্রকার শৃংখলা না ফেরা পর্যন্ত বিআরটিএ' র অভিযান
চলবে। এদিকে, বিআরটিএ’র চেয়ারম্যান মো. মশিয়ার রহমান বলেন, রাজধানীতে সিটিং
সার্ভিসের কোনো অনুমোদন নেই। অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে তারা অভিযান
শুরু করেছেন।
তিনি বলেন, শুধু সিটিং সার্ভিস বন্ধ নয়, যাত্রী হয়রানি রোধে
সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। এখন থেকে যানবাহনের বিভিন্ন অনিয়ম বন্ধে
বিআরটিএ সপ্তাহে তিনদিন অভিযান পরিচালনা করবে। আজ রাজধানীর পাঁচটি স্থানে
অভিযান পরিচালনা করা হবে বলে জানান বিআরটিএ চেয়ারম্যান। তিনি বলেন,
রাজধানীর আসাদগেট, বিমানবন্দর বাসস্ট্যান্ডে সড়কের পশ্চিম পাশে, রমনার
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে, আগারগাঁওয়ে (আইডিবি ভবন), যাত্রাবাড়ী
চাইপাই রেস্টুরেন্টের সামনে বিআরটিএ’র অভিযান চলবে। সেখানে ভ্রাম্যমাণ
আদালত থাকবে। সিটিং সার্ভিস বন্ধ, বাম্পার অপসারণ ও বিভিন্ন অনিয়ম বন্ধে এ
অভিযান পরিচালনা করা হচ্ছে। সপ্তাহে তিনদিন তারা রাজধানীর বিভিন্ন এলাকায়
এই অভিযান পরিচালনা করবেন বলে জানিয়েছেন বিআরটিএ'র এই শীর্ষ কর্মকর্তা।
No comments