কোরিয়াগামী চীনের সব ফ্লাইট বাতিল
উত্তর কোরিয়াগামী সব ফ্লাইট বাতিল করেছে চীন। রোববার এয়ার চায়নার এক বিবৃতিতে বলা হয়েছে, আগামীকাল সোমবার থেকে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং অভিমুখে সব রকম উড়োজাহাজ চলাচল সাময়িক বন্ধ থাকবে। তবে এ সিদ্ধান্তের পেছনে যুদ্ধের আশংকা নয় বরং টিকিট বিক্রির হার কমে যাওয়াকে দায়ী করেছে বিমান সংস্থাটি।
পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া মুখোমুখি অবস্থানে থাকায় যুদ্ধাবস্থা বিরাজ করছে। এরই মধ্যে সংকট নিরসনে কাজ করে যাচ্ছে উত্তর কোরিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ ও আন্তর্জাতিক অঙ্গণে একমাত্র বন্ধু রাষ্ট্র চীন। দেশটি হুশিয়ারি দিয়ে বলেছে, যেকোনো সময় দুই রাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। তবে এই যুদ্ধে সবপক্ষেরই ক্ষতি হবে বলে সংকট নিরসনে আলোচনার প্রস্তাব দিয়েছে দেশটি। চীনা কর্তৃপক্ষের এমন মন্তব্যের পর উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংগামী সব ফ্লাইট সাময়িক বাতিল করেছে চীনের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার চায়না।
No comments