'মিসবাহ-ইউনিসের মতোই আফ্রিদিকে বিদায় সংবর্ধনা দেয়া হবে'
কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। তাই জাকজমকভাবেই আফ্রিদিকে বিদায় সংবর্ধনা দেয়া হবে বলে নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে জানান পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাহী কমিটির চেয়ারম্যান নাজাম শেঠি। তিনি বলেন, ‘মিসবাহ-ইউনিসের মতো করেই আফ্রিদিকেও বিদায় সংবর্ধনা দেয়া হবে। আফ্রিদির সাথে এ বিষয়ে কথা হয়েছে আমার।’ গেলো ২০ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দেন আফ্রিদি। এরপর নিজের অবসর নিয়ে কথা বলতে গিয়ে আফ্রিদি বলেন, ‘পিসিবি সম্মানজনকভাবে পাকিস্তান খেলোয়াড়দের বিদায় সংবর্ধনা দেয় না। এদিকে তাদের আরো নজরদারি করা উচিত। অন্যান্য দেশ তাদের খেলোয়াড়দের সম্মানজনকভাবে বিদায় দেয়।’
আফ্রিদির এমন বক্তব্য ভালোভাবেই কানে গিয়েছে পিসিবি’র। তাই হয়তো, আফ্রিদির সাথে বর্তমান টেস্ট দলের অধিনায়ক মিসবাহ-উল-হক ও অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খানকে ভালোভাবে বিদায় সংবর্ধনা দেয়ার সিদ্বান্ত নিয়েছে পিসিবি। পিসিবি’র নির্বাহী কমিটির চেয়ারম্যান শেঠির টুইট তেমনই ইঙ্গিত দিচ্ছে, ‘আমাদের একমাত্র হিরো লালার (আফ্রিদির ডাকনাম) বিদায় সংবর্ধনা অনুষ্ঠান করবো। এই মাত্র আমার সাথে কথা হলো তার। আমরা একটা সময় নির্ধারণ করেছি। আবারো আমরা বসব এবং জাকজমকভাবে একটা বিদায় তাঁকে কিভাবে দেয়া যায়, সেটা নিয়ে কথা বলবো।’ আফ্রিদির পাশাপাশি মিসবাহ ও ইউনিসের বিদায় সংবর্ধনা দেয়া হবে বলে অন্য সংবাদমাধ্যমে জানান শেঠি, ‘আফ্রিদি-মিসবাহ-ইউনিস, এই তিন খেলোয়াড় পাকিস্তান ক্রিকেটের সেরা তারকা খেলোয়াড়। এদেরও ভালোভাবে বিদায় সংবর্ধনা দেয়ার পরিকল্পনা করছি আমরা। এ বিষয়ে আফ্রিদি-মিসবাহ-ইউনিসের আমরা কথা বলবো।’ ২১ এপ্রিল থেকে শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্বান্ত নিয়েছেন মিসবাহ ও ইউনিস। তাই একসাথে দলের সেরা তিন তারকা খেলোয়াড়কে বিদায় সংবর্ধনা দিতে চাচ্ছে পিসিবি।
No comments