বন্ধ হয়ে গেছে অসংখ্য ফেসবুক আইডি
সম্প্রতি ভুয়া নিউজ কন্টেন্টের জন্য ইউরোপসহ বিভিন্ন দেশের চাপের মুখে পড়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ভুয়া নিউজ কন্টেন্ট, ছদ্মনামে অ্যাকাউন্ট ও ভুয়া লাইক অ্যান্ড ক্লিক বাণিজ্যের কারণে চাপের মুখে আছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। এরই পরিপ্রেক্ষিতে ছদ্মনামের অ্যাকাউন্ট বন্ধে বিশেষ শোধন তৎপরতা শুরু করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এরই মধ্যে অসংখ্য অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আগাম জানিয়ে দেয়া হয়, ভুয়া অ্যাকাউন্টগুলো চিহ্নিত করা হচ্ছে। সেগুলো বন্ধ করে দেয়ার জন্য আসল অ্যাকাউন্টগুলোও একটি বিশেষ যাচাই প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় বহাল করা হবে। শনিবার বাংলাদেশের অনেকে তাদের ফেসবুকে প্রবেশ করতে গিয়ে অনাকাক্সিক্ষত বাধার মুখে পড়েছেন। প্রাথমিকভাবে কতগুলো বিষয়কে ভুয়া চিহ্নিত করার উপায় হিসেবে দেখিয়েছে ফেসবুক। সেগুলো হচ্ছে- একই প্রকারের পোস্ট বারবার দেয়া, একই ধরনের লিংক অস্বাভাবিক মাত্রায় শেয়ার করা, পর্নো ওয়েবসাইটের লিংক দেয়া, ছবি ও ভিডিও শেয়ার অস্বাভাবিকসহ এ জাতীয় আইডিগুলোকে চিহ্নত করেই এ অ্যাকশন নেয়া হয়েছে।
ফেসবুকের সুরক্ষা টিমের সদস্য শবনম শেখ জানিয়েছেন, ভুয়া অ্যাকাউন্টগুলো মূলত স্প্যাম ছাড়তে ব্যবহার করা হয়ে থাকে। তাই এ অ্যাকাউন্টগুলোর কারণে সাধারণ ব্যবহারকারীরা বিভ্রান্ত হয়ে যান। ফেসবুকের এ পদক্ষেপ বিশেষ ভূমিকা রাখবে। তিনি জানান, বন্ধ করে দেয়া অ্যাকাউন্ট চালু করতে হলে বিশেষ যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। ব্যবহারকারীকে তার জাতীয় পরিচয়পত্র, নিজস্ব মেইল ঠিকানা ও তার অ্যাকাউন্ট নামসহ ফেসবুকের আপিল টিমের কাছে পাঠাতে হবে। ফেসবুক হেল্প সেন্টারে ‘সাবমিট অ্যান আপিল’ লিংকটিতে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য সাবমিট করে পুনরায় আসল অ্যাকাউন্ট ফিরে পাওয়া যাবে। মূলত ৬ মাসব্যাপী বিশেষ শুদ্ধি অভিযানের অংশ হিসেবে স্প্যাম অপারেশনের এ পদক্ষেপ সারা বিশ্বের ফেসবুক ব্যবহারকারীদের বিশেষ নজর কেড়েছে।
No comments