না’গঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে আইসিটি আইনে ৩ মামলা
একটি সংবাদ প্রকাশের জের ধরে আইসিটি আইনে আরো তিনটি মামলা করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ছোট ভাই আলী রেজা রিপন। তিনটি পৃথক মামলায় দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি রাজু আহমেদ, নারায়ণগঞ্জ বার্তা অনলাইনের প্রকাশক সিফাত আল রহমান, নির্বাহী সম্পাদক মাহমুদ হাসান কচি ও নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক ডান্ডিবার্তার সম্পাদক হাবিবুর রহমান বাদলকে বিবাদী করা হয়েছে। শনিবার বিকালে তিনটি মামলার আবেদন নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দাখিল করা হয়। থানার ডিউটি অফিসার এস আই সাইফুল ইসলাম জানান, তিনটি মামলা আইসিটি অ্যাক্ট ৫৭ ধারা মোতাবেক রেকর্ড হবে।
এর আগে গত ১২ এপ্রিল একই সংবাদের প্রেক্ষিতে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও তার ছোট ভাই আলী রেজা রিপনের মানহানির অভিযোগে দৈনিক ডান্ডিবার্তার সম্পাদক ও প্রশাসক হাবিবুর রহমান বাদলের বিরুদ্ধে ৫০ কোটি টাকার একটি মানহানি মামলা করেন। আদালত মামলার আর্জি গ্রহণ করে তদন্তের জন্য পুলিশ ব্যুরো ইনভেস্টিকেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। সদর মডেল থানার ডিউটি অফিসার এস আই সাইফুল জানান, তিনটি মামলাতে মূলত আইভীর ছোট ভাই আলী রেজা রিপনকে জড়িয়ে একটি আর্থিক কেলেংকারি নিয়ে সংবাদের অভিযোগ তোলা হয়। এতে আরো বলা হয়, এসব সংবাদ ওয়েবসাইটে আপলোডের কারণে রিপন ছাড়াও আইভীর মানহানি হয়েছে।
No comments