দেড় শতাধিক ইউপিতে ভোট গ্রহণ চলছে
দেশের দেড় শতাধিক ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ চলছে। রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। এর মধ্যে অন্তত ৬৮টি ইউপিতে সাধারণ নির্বাচন, ১৭টিতে চেয়ারম্যান পদে উপনির্বাচন এবং বাকিগুলোতে সাধারণ ওয়ার্ড বা সংরক্ষিত ওয়ার্ডে উপনির্বাচন চলছে। এদিকে নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বেশ কিছু ইউনিয়ন পরিষদে নির্বাচন কমিশনের নিজস্ব পর্যবেক্ষক থাকছে।শনিবার নির্বাচনী কেন্দ্রগুলোতে ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী পৌঁছে গেছে বলে জানিয়েছে ইসি সচিবালয়। এ নির্বাচনের বিষয়ে ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ যুগান্তরকে বলেন, ইউপি নির্বাচনে অধিক ম্যাজিস্ট্রেট ও বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে। ইসি সূত্রে জানা গেছে, মেয়াদ উত্তীর্ণ হওয়া, মামলাসহ নানান জটিলতা দূর হওয়া, সমভোটসহ নানান কারণে এসব ইউপিতে দীর্ঘদিন ধরে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ওই জটিলতা কেটে যাওয়ায় এখন নির্বাচন হচ্ছে। তবে আইনগত জটিলতার কারণে এবারও চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের ভোট হচ্ছে না।
No comments