ওরা নিজ দেশে পরবাসী
ব্রহ্মপুত্রের তীব্র ভাঙনে কুড়িগ্রাম ও জামালপুর জেলার বিভিন্ন অঞ্চলে সীমানা নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। ফলে নদী ভাঙা কয়েক হাজার মানুষ জামালপুরের দেওয়ানগঞ্জ ও কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় পরবাসীর মতো বসবাস করছেন। তারা কোন অঞ্চল থেকেই সরকারি সুবিধা পাচ্ছেন না। এমনকি ভোটাধিকার থেকেও বঞ্চিত রয়েছেন। জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর জোয়ানের চর গ্রামটি নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় ২ বছর আগে। বর্তমানে ওই ইউনিয়নের নির্ধারিত সীমানা চিহ্নিত না থাকার কারণে কয়েক শ’ মানুষ কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলা সদর ও মোহনগঞ্জ ইউনিয়নে বসবাস করছেন। পাশাপাশি কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা হতে কয়েক শ’ মানুষ বসবাস করছেন দেওয়ানগঞ্জের ডাংধরা ও চর আমখাওয়া ইউনিয়নে। সেখানে কিছু মানুষ ভোটাধিকার পেলেও বাকিরা উদ্বাস্তুই রয়ে গেছেন। তাদের মধ্যে মজিবুর রহমান, আবুল মিয়া, সোনাভান বেওয়াসহ অনেকেই জানান, আমরা নিজ দেশে পরবাসীর মতো বসবাস করছি। কুড়িগ্রাম বা জামালপুর কোন এলাকাতেই আমরা ভোট দিতে পারি না। এমনকি নদী ভাঙা মানুষ হিসেবে ভিজিডি, ভিজিএফসহ কোন সরকারি সুবিধা পাই না। তারা দাবি করেন আগামী ইউপি ও জাতীয় নির্বাচনের আগেই তাদের ভোটাধিকার দিয়ে দুস্থভাতা ও সরকারি সুবিধা দেয়ার জোর অনুরোধ করেন। রাজিবপুর উপজেলা চেয়ারম্যান শফিউল আলম ও দেওয়ানগঞ্জের ডাংধরা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মণ্ডল বলেন, এই মানুষগুলো এলোমেলো অবস্থায় থাকার কারণে স্বচ্ছ আদমশুমারি করা যেমন সম্ভব হচ্ছে না তেমনি সরকারি ট্যাক্সও আদায় করা যাচ্ছে না। আবার কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলায় যেসব লোক বসবাস করছেন তাদের ডাংধরাতে ভোটার করার আবেদন করে ওই ইউপি চেয়ারম্যান। বিষয়টি জামালপুর জেলা প্রশাসক ও দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হলে তারা যথাসাধ্য ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।
No comments