রাজনৈতিক সহিংসতা- দুই বছরে ৬৫০ চার্জশিট
রাজনৈতিক
সহিংসতার মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ২০দলীয় জোটের প্রায়
১৫হাজার নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ২০১৩ ও
২০১৪ সালে সরকারীবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে এসব এসব সহিংসতার ঘটনা ঘটে।
গাড়িতে পেট্রলবোমা, অগ্নিসংযোগ করে মানুষ হত্যা এবং পুলিশের ওপর হামলা ও
সরকারী কাজে বাধা দেয়ার অভিযোগে মামলাগুলো করা হয়েছিল। বিএনপি’র শীর্ষ
নেতা, স্থায়ী কমিটির সদস্যমন্ডলী ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
আলমগীরকেও এসব ঘটনার জন্য দায়ি করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও
গোয়েন্দা পুলিশ ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে গত দুইবছরে চার্জশিটগুলো
দাখিল করে।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ৬৫৪টি চার্জশিটের মধ্যে ওয়ারী জোন ৬৪, উত্তরা জোন ২৫, লালবাগ ৩৮, তেজগাঁও জোন ৯৬, মতিঝিল জোন ১৩৪, মিরপুর জোন ১৬২, গুলশান জোন ৪৩ ও রমনা জোন পুলিশ ৯২টি চার্জশিট প্রদান করেছে। ২০দলীয় জোটের অন্যতম শরীক জামায়াত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে শীর্ষ নেতাদের সাজা দেয়ার প্রতিবাদে ২০১৩ সালে দেশব্যাপী অরাজকতা চালায়। ওই বছর বিরোধী জোটের সরকার পতনের আন্দোলন অব্যহত থাকে। বিএনপি ২০১৪ সালের দশম সংসদ নির্বাচন বয়কটের আগে ও পরে সিরিজ আকারে সহিংসতা চালায়। সহিংসতায় ১৭জন পুলিশ সদস্যসহ ১৪৬জনের প্রাণহানি ঘটে। এসব ঘটনায় ৩৮০০টি মামলা করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে চলতি বছরের জানুয়ারিতে শুরু হওয়া সহিংসতার ঘটনায় চার্জশিট দেয়ার কাজ শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ৬ই জানুয়ারি থেকে শুরু হওয়া অবরোধে অন্তত ১০২ জনের প্রাণহানি ঘটে। এ দফায় ১৭১৭টি মামলা দায়ের করা হয়। ২৩শে জানুয়ারি যাত্রবাড়ীতে গাড়ি পোড়ানোর ঘটনায় গোয়েন্দারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে দুটি মামলায় চার্জশিট প্রদান করেছে। এসব মামলায় একজনকে হত্যা ও ২৭জনকে অগ্নিদগ্ধ করার দায়ে খালেদাসহ ৩৭বিএনপি নেতাকর্মীকে অভিযুক্ত করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে তাদের বিরুদ্ধে এ চার্জ গঠন করা হয়। মামলায় বিএনপি নেতা এমকে আনোয়ার, রুহুল কবীর রিজভী, আমানুল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল, মীর সরাফত আলী সপু, আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন টুকু, সালাউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, শওকত মাহমুদ, বিশেষ সহকারী শিমুল বিশ্বাস ও প্রেস সেক্রেটারি মারুফ কামাল খানের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ৬৫৪টি চার্জশিটের মধ্যে ওয়ারী জোন ৬৪, উত্তরা জোন ২৫, লালবাগ ৩৮, তেজগাঁও জোন ৯৬, মতিঝিল জোন ১৩৪, মিরপুর জোন ১৬২, গুলশান জোন ৪৩ ও রমনা জোন পুলিশ ৯২টি চার্জশিট প্রদান করেছে। ২০দলীয় জোটের অন্যতম শরীক জামায়াত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে শীর্ষ নেতাদের সাজা দেয়ার প্রতিবাদে ২০১৩ সালে দেশব্যাপী অরাজকতা চালায়। ওই বছর বিরোধী জোটের সরকার পতনের আন্দোলন অব্যহত থাকে। বিএনপি ২০১৪ সালের দশম সংসদ নির্বাচন বয়কটের আগে ও পরে সিরিজ আকারে সহিংসতা চালায়। সহিংসতায় ১৭জন পুলিশ সদস্যসহ ১৪৬জনের প্রাণহানি ঘটে। এসব ঘটনায় ৩৮০০টি মামলা করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে চলতি বছরের জানুয়ারিতে শুরু হওয়া সহিংসতার ঘটনায় চার্জশিট দেয়ার কাজ শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ৬ই জানুয়ারি থেকে শুরু হওয়া অবরোধে অন্তত ১০২ জনের প্রাণহানি ঘটে। এ দফায় ১৭১৭টি মামলা দায়ের করা হয়। ২৩শে জানুয়ারি যাত্রবাড়ীতে গাড়ি পোড়ানোর ঘটনায় গোয়েন্দারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে দুটি মামলায় চার্জশিট প্রদান করেছে। এসব মামলায় একজনকে হত্যা ও ২৭জনকে অগ্নিদগ্ধ করার দায়ে খালেদাসহ ৩৭বিএনপি নেতাকর্মীকে অভিযুক্ত করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে তাদের বিরুদ্ধে এ চার্জ গঠন করা হয়। মামলায় বিএনপি নেতা এমকে আনোয়ার, রুহুল কবীর রিজভী, আমানুল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল, মীর সরাফত আলী সপু, আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন টুকু, সালাউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, শওকত মাহমুদ, বিশেষ সহকারী শিমুল বিশ্বাস ও প্রেস সেক্রেটারি মারুফ কামাল খানের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে।
No comments