গাইবান্ধায় রাস্তায় ধান ফেলে কৃষকদের প্রতিবাদ
ধান
ও ভুট্টার মূল্য বৃদ্ধির দাবি এবং কৃষকদের কাছ থেকে সরাসরি ক্রয়ের দাবিতে
গতকাল বিক্ষুব্ধ কৃষকরা রাস্তায় ধান ফেলে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়ক অবরোধ
করে বিক্ষোভ সমাবেশ করে।
বিভিন্ন গ্রাম থেকে শ’ শ’ নারী- পুরুষ রাস্তায় গাইবান্ধা সদর উপজেলার দাড়িয়াপুরের সুন্দরগঞ্জ সড়কে অবস্থান নেয়। তারা রাস্তায় ধান ফেলে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট এবং বাসদ ওই কর্মসূচির আয়োজন করে। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের দাড়িয়াপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় বক্তব্য রাখেন বাসদ নেতা মঞ্জুর আলম মিঠু, আবু সাঈদ সরকার, নিলুফার ইয়াসমিন শিল্পী সহ অন্যরা।
কৃষক নেতারা বলেন, ধানের বাম্পার ফলন হলেও দাম না পেয়ে কৃষকের কষ্ট হচ্ছে। ধানের ভরা মওসুমে ন্যায্য দাম না পেয়ে হতাশ হচ্ছে চাষীরা। বর্তমান বাজারে ধান বিক্রি করে উৎপাদন খরচও উঠছে না। এই ধান ও ভুট্টা তারা আর বাড়িতে নিয়ে যাবেন না। রাস্তায় ফেলে দিয়ে প্রতিবাদ জানাবেন এবং কৃষকদের ধানের ন্যায্য মূল্য ঘোষণা না দেয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
বিভিন্ন গ্রাম থেকে শ’ শ’ নারী- পুরুষ রাস্তায় গাইবান্ধা সদর উপজেলার দাড়িয়াপুরের সুন্দরগঞ্জ সড়কে অবস্থান নেয়। তারা রাস্তায় ধান ফেলে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট এবং বাসদ ওই কর্মসূচির আয়োজন করে। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের দাড়িয়াপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় বক্তব্য রাখেন বাসদ নেতা মঞ্জুর আলম মিঠু, আবু সাঈদ সরকার, নিলুফার ইয়াসমিন শিল্পী সহ অন্যরা।
কৃষক নেতারা বলেন, ধানের বাম্পার ফলন হলেও দাম না পেয়ে কৃষকের কষ্ট হচ্ছে। ধানের ভরা মওসুমে ন্যায্য দাম না পেয়ে হতাশ হচ্ছে চাষীরা। বর্তমান বাজারে ধান বিক্রি করে উৎপাদন খরচও উঠছে না। এই ধান ও ভুট্টা তারা আর বাড়িতে নিয়ে যাবেন না। রাস্তায় ফেলে দিয়ে প্রতিবাদ জানাবেন এবং কৃষকদের ধানের ন্যায্য মূল্য ঘোষণা না দেয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
No comments