মালয়েশিয়ায় গণকবরে ১০০ লাশ, হতভাগ্যরা অভিবাসী
মালয়েশিয়া
পুলিশ দেশটির পার্বত্য অঞ্চলের এক জঙ্গলে একটি গণকবরের সন্ধান পেয়েছে।
ধারণা করা হচ্ছে, মানব পাচারের শিকার হওয়া হতভাগ্য বাংলাদেশী ও মিয়ানমারের
রোহিঙ্গা সম্প্রদায়ের অভিবাসীদের লাশ রয়েছে ওই গণকবরে। পাদাং বেসার অঞ্চলে
যে গণকবরের সন্ধান পাওয়া গেছে, সেখানে প্রায় ১০০ বাংলাদেশী ও রোহিঙ্গা
অভিবাসীর লাশ রয়েছে বলে মনে করছে কর্তৃপক্ষ। তবে এ ব্যাপারে এখনও পুরোপুরি
নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। পার্বত্য অঞ্চল-সংলগ্ন একটি জঙ্গলে গণকবরটি
পাওয়া গেছে। বেসামরিক নাগরিকদের যাতায়াত নেই ওই অঞ্চলে। এ খবর দিয়েছে
অনলাইন চ্যানেল নিউজ এশিয়া। পুলিশের ইন্সপেক্টর-জেনারেল খালিদ আবু বকর এ
বিষয়ে আগামীকাল একটি সংবাদ সম্মেলন আয়োজন করবেন বলে জানা গেছে। চলতি মাসের
মাঝামাঝি সময়ে পেরিলস অঞ্চলে পাদাং বেসার ও ওয়্যাং কেলিয়ান জঙ্গলে মোট ৩০টি
গণকবরের সন্ধান পাওয়া যায়। মিঙ্গুয়ান মালয়েশিয়া সংবাদপত্রের উদ্ধৃতি দিয়ে
দ্য মালয় মেইল অনলাইন এ খবর দিয়েছে। এর আগে থাইল্যান্ডের সঙ্খলায় যে
গণকবরগুলো পাওয়া যায়, তার সঙ্গে মালয়েশিয়ায় নতুন পাওয়া এ গণকবরগুলোর
সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করা হচ্ছে। থাই কর্তৃপক্ষ কর্তৃপক্ষ ওই গণকবর
থেকে ২৬টি মৃতদেহ উদ্ধার করে। ওই লাশগুলো মানব পাচারের শিকার হওয়া
বাংলাদেশী ও মিয়ানমারের রোহিঙ্গাদের বলে মনে করা হয়।
No comments