সর্ববৃহৎ হাজি হোটেল
১০
হাজার কক্ষ বিশিষ্ট এ হোটেলটিই (নকশা) হবে বিশ্বের সর্ববৃহৎ হোটেল । ১০
হাজার কক্ষ বিশিষ্ট হোটেলটি ২০১৭ সালে উদ্বোধন করা হবে। এটির নির্মাণ ব্যয়
হবে সাড়ে তিন বিলিয়ন ডলার। বাংলাদেশ টাকায় যার পরিমাণ ২৭ হাজার কোটি টাকার
বেশি। প্রতি বছর হজ করতে যাওয়া ২০ লক্ষাধিক হাজিদের কথা মাথায় রেখেই এটি
নির্মাণ করা হচ্ছে। প্রায় ১৪ লাখ বর্গমিটার আয়তনের হোটেলটিতে যে সংখ্যক লোক
এক সঙ্গে অবস্থান করতে পারবেন তা ছোটখাটো একটি শহরে জনসংখ্যার সমান। সৌদি
সরকারের তত্ত্বাবধানে মক্কায় নির্মিতব্য। ‘আবরাজ কুদাই’ নামের এই হোটেলটিই
হবে বিশ্বের সর্ববৃহৎ হোটেল। কনভেনশন সেন্টার, ছাদের উপর হেলকপ্টার অবতরণের
ব্যবস্থা, বাস স্টেশনসহ শপিং মলও থাকবে এই হোটেলে। মোট বারটি টাওয়ারের
সমন্বয়ে হোটেলটি হবে। ডেইলি মেইল।
No comments