‘উন্নয়নকে গণতন্ত্রের বিপরীতে দাঁড় করানো যাবে না’ -বিবিসি বাংলা সংলাপে বক্তারা
উন্নয়নকে গণতন্ত্রের বিপরীতে দাঁড় করানো
যাবে না বলে মন্তব্য করেছেন বিবিসি বাংলা সংলাপে অংশগ্রহণকারী প্যানেল
আলোচকরা। তারা আরও বলেছেন, মানব পাচার একটি আন্তর্জাতিক ইস্যু। দেশের ভেতর
কর্মসংস্থান সৃষ্টি না করাই মানব পাচারের অন্যতম কারণ। গতকাল রাজধানীর
টিসিবি (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিবিসি
বাংলাদেশ সংলাপের একশ’ আঠারোতম পর্ব। অনুষ্ঠানে প্যানেল সদস্য হিসেবে
উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান, বিএনপি
চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের
অধ্যাপক ড. দেলোয়ার হোসেন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট
স্টাডিজের (বিআইডিএস) সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ। অনুষ্ঠানের
প্রথম পর্যায়ে প্রশ্ন ছিল অবৈধ পন্থায় সমুদ্রপথে গমন ও মানব পাচার নিয়ে।
আলোচনায় অংশ নিয়ে ড. মশিউর রহমান বলেন, এসব রোধে আমরা কূটনৈতিক চেষ্টা
চালিয়ে যাচ্ছি। তবে, আগের চেয়ে পরিস্থিতির উন্নতি ঘটেছে। স্বাভাবিক হতে
আরেকটু সময় সময় লাগবে। স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিমের ‘আমরা বেশি
গণতন্ত্রে বিশ্বাস করি না’ মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন,
স্বাস্থ্যমন্ত্রী দেশের আইন শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের প্রয়োজন তাদের
কাছে পৌঁছানো কথা বলেছেন। তার বক্তব্যটিতে একটি লেভেল ছিলো, যা মূল
বক্তব্যে উঠে আসেনি। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, মানব পাচার ও অবৈধ
পন্থায় বিদেশ যাত্রা এখন কোন দেশের শুধু নয়, এটি আন্তর্জাতিক ইস্যুতে পরিণত
হয়েছে। এ জন্য জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের
প্রয়োজন। তবে পরিস্থিতি উত্তরণে বাংলাদেশের উদ্যোগেরও ঘাটতি ছিল। তিনি
বলেন, বেশি বা কম বলে কোন গণতন্ত্র নেই। প্রাপ্ত বয়স্কদের ভোটের মাধ্যমে
সরকার নির্বাচন গণতন্ত্রের পূর্বশর্ত। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে একজন
মন্ত্রীর এ ধরনের কথা বলা আশ্চর্যের বিষয় নয়। আলোচনায় অংশ নিয়ে ড. দেলোয়ার
হোসেন বলেন, মানব পাচারের বিষয়ে কিছু স্থায়ী সমাধান পাওয়া গেলেও রোহিঙ্গা
ইস্যুতে স্থায়ী সমাধান পেতে মিয়ানমারের সাহায্য সবচেয়ে বেশি দরকার। তিনি
বলেন, দেশের ভেতর কর্মসংস্থান সৃষ্টি না করা হলে, অবৈধ পথে বিদেশ গমন ও
পাচার বন্ধ করা সম্ভব নয়। নাজনীন আহমেদ বলেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের
সহযোগিতা ছাড়া টেকসই সমাধান হবে না। আর উন্নয়নের ফল দরিদ্র শ্রেণী পায় না
বলেই অবৈধ পথে মানব পাচার বেড়েছে। তিনি বলেন, গত বিশ বছরের ইতিহাসে আমরা
আমাদের কাঙ্ক্ষিত গণতন্ত্র পায়নি। উন্নয়নকে গণতন্ত্রের বিপরীতে দাঁড় করানো
যাবে না। জনগণও গণতন্ত্র বলতে কি চাই তা দেখা দরকার।
No comments