পাকিস্তান সীমান্তের কাছে ৮ ইরানি সেনা নিহত
পাকিস্তানের সীমান্ত থেকে অবৈধভাবে প্রতিবেশী রাষ্ট্র ইরানে অনুপ্রবেশ করা সুন্নি বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে ইরানের সীমান্তরক্ষী বাহিনীর ৮ সদস্য নিহত হয়েছেন। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার বরাতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। সিস্তান-বেলুচিস্তান প্রদেশের ডেপুটি গভর্নর আলী আসগর মিরশেকারি জানিয়েছেন, পাকিস্তান থেকে সশস্ত্র সন্ত্রাসীরা অবৈধভাবে ইরানে প্রবেশ করে এবং সেখানে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। রক্তক্ষয়ী লড়াইয়ে পিছু হটে পাকিস্তানে পালিয়ে আসার আগে তারা ৮ ইরানি সেনাকে হত্যা করে। পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এ প্রদেশটিতে সুন্নি মুসলমান সম্প্রদায়ের একটি বৃহৎ অংশের বসবাস। মূলত, শিয়া-অধ্যুষিত ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর জঙ্গিদের হামলা নতুন নয়। তবে ২০১৩ সালের অক্টোবরে ইরানের সীমান্তরক্ষী বাহিনীর ১৪ সদস্য নিহত হওয়ার পর এটাই সবচেয়ে মারাত্মক প্রাণহানির ঘটনা। ওই হামলার দায় স্বীকার করেছিল জঙ্গি সংগঠন জাইশ-উল আদল। একই জঙ্গি সংগঠন গত বছরের ফেব্রুয়ারিতে ৫ ইরানি সেনাকে জিম্মি হিসেবে ধরে নিয়ে গিয়েছিল। গত এপ্রিলে এর মধ্যে ৪ সেনাকে জিম্মিদশা থেকে মুক্তি দেয় জঙ্গি সংগঠনটি। পঞ্চম সেনাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
No comments